শুধুই তোমার
কবির কলমে উঠে আসা কবিতাখানি
শুধু লিখতে চাই তোমার জন্য.
জীবনের সত্যিটা যতই নিষ্ঠুর হোক
ভালোবাসা তাকে করে কোমল.
আমি জানি,আমি উপভোগ করি,
আমি বুঝি,
তাইতো ফিরে আসি বারবার
তোমাই দেখা না দেখার
তোয়াক্কা করিনা,
শুধু জানি ভালোবাসতে,
এক সীমাহীন ভালোবাসা.
যার কোনো নাম নেই,
প্রকৃতি যখন ভালোবাসে
তার সৌন্দর্যকে সে কি
কারোর অনুমতি নেয়?
বৃষ্টি যখন এক মুঠো ভালোবাসা
হয়ে ঝরে পরে পৃথিবীর বুকে
তখনও কি কেউ তাকে বলে দেয়?
আমিও তো হতে চাই
প্রকৃতি,বৃষ্টির ধারা
যে শুধুই ভালোবাসবে,ভালোবাসবে তোমাকে
তাইতো ফিরে আসি বারবার,
তোমার জগতে,তোমার মত করে
তোমার মত হয়ে,তোমার সঙ্গে
মিশে যেতে চাই
চলতে চাই অন্তহীন পথ.
শুধু লিখতে চাই তোমার জন্য.
জীবনের সত্যিটা যতই নিষ্ঠুর হোক
ভালোবাসা তাকে করে কোমল.
আমি জানি,আমি উপভোগ করি,
আমি বুঝি,
তাইতো ফিরে আসি বারবার
তোমাই দেখা না দেখার
তোয়াক্কা করিনা,
শুধু জানি ভালোবাসতে,
এক সীমাহীন ভালোবাসা.
যার কোনো নাম নেই,
প্রকৃতি যখন ভালোবাসে
তার সৌন্দর্যকে সে কি
কারোর অনুমতি নেয়?
বৃষ্টি যখন এক মুঠো ভালোবাসা
হয়ে ঝরে পরে পৃথিবীর বুকে
তখনও কি কেউ তাকে বলে দেয়?
আমিও তো হতে চাই
প্রকৃতি,বৃষ্টির ধারা
যে শুধুই ভালোবাসবে,ভালোবাসবে তোমাকে
তাইতো ফিরে আসি বারবার,
তোমার জগতে,তোমার মত করে
তোমার মত হয়ে,তোমার সঙ্গে
মিশে যেতে চাই
চলতে চাই অন্তহীন পথ.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৬/২০১৫nice
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৭/০৬/২০১৫কবির মনের বাসনা পূর্ণ হউক। ভাল লেগেছে ।
-
মোবারক হোসেন ১৬/০৬/২০১৫সব মিলে একাকার! মেঘ করেছে ঝড়ুক বৃষ্টি
দেখবো আমরা কাব্যিক সৃষ্টি। ধন্যবাদ। -
T s J ১৬/০৬/২০১৫সুন্দর কবিতা লিখেছেন কবি,আপনাকে ধন্যবাদ কেননা মনের কথা গুলি খুব সুন্দর ভাবে লিখেছন