আমি
কিছু চাওয়া পাওয়ার মধ্যেও রয়েছে
অনেক কিছু না পাওয়ার যন্ত্রনা.
কিছু আনকোরা স্বপ্ন,
যেটা সত্যি হবে না কোনোদিন.
কিছু ভুল,কিছু জেনে শুনে ভুল,
যার মাসুল গুনতে হবে
জীবনের প্রতিপদে.
সংঙ্গাহীন ভালোবাসা
যার কোনো বাস্তব রূপরেখা নেই.
শিল্পী শুধুই সৃষ্টি করতে জানে,
ধংস করতে পারেনা.
তাই ভালোবাসা ধংস করাযায়না,
কবিতার ভাষাই বোঝানো যায়না.
শুধু রাখা যায় হৃদয়ের গভীরতায়.
অনেক কিছু না পাওয়ার যন্ত্রনা.
কিছু আনকোরা স্বপ্ন,
যেটা সত্যি হবে না কোনোদিন.
কিছু ভুল,কিছু জেনে শুনে ভুল,
যার মাসুল গুনতে হবে
জীবনের প্রতিপদে.
সংঙ্গাহীন ভালোবাসা
যার কোনো বাস্তব রূপরেখা নেই.
শিল্পী শুধুই সৃষ্টি করতে জানে,
ধংস করতে পারেনা.
তাই ভালোবাসা ধংস করাযায়না,
কবিতার ভাষাই বোঝানো যায়না.
শুধু রাখা যায় হৃদয়ের গভীরতায়.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২২/০৬/২০১৫
-
সাইদুর রহমান ১৪/০৬/২০১৫গভীর ভাবনা।
ভালো লাগলো। -
সুপ্রিয় মন্ডল ১৪/০৬/২০১৫একদম ঠিক কথা বলেছেন কবি
-
স্বাধীন আমিনুল ইসলাম ১২/০৬/২০১৫কি এক গভীর ভাবনা লুকায়িত রয়েছে যেন। ভাল লাগল
-
স্বাতী ভট্টাচার্য্য ১২/০৬/২০১৫ঠিক।কবিতার ভাষা বোঝানো যায় না।
সাপের বিনের মত,
এমন ব্যথা ঢাল আরও
পার তুমি যত। ধন্যবাদ।