পাখি
ভেবেছিলাম পাখি হব,
তোমার আকাশে পারি দেব,
একগুচ্ছ স্বপ্ন আমার , সফল হলোনা.
রংবেরংয়ের মেঘের খেলায় ,
রাঙিয়ে দিয়ে শেষ বেলায়,
বাসায় ফেরার অপেক্ষাটা
পুর্ন হলোনা.
বন্দি আমি. বন্দি খাঁচায়
জীবন এখন শেষ কিনারায়
মন পাখি যে উড়তে চেয়েও
উড়তে পারেনা.
তাইতো এখন বসেই থাকি
আকাশটাকে শুধুই দেখি,
চোখটি ভরে অশ্রুজলে
মন যে মানেনা.
তোমার আকাশে পারি দেব,
একগুচ্ছ স্বপ্ন আমার , সফল হলোনা.
রংবেরংয়ের মেঘের খেলায় ,
রাঙিয়ে দিয়ে শেষ বেলায়,
বাসায় ফেরার অপেক্ষাটা
পুর্ন হলোনা.
বন্দি আমি. বন্দি খাঁচায়
জীবন এখন শেষ কিনারায়
মন পাখি যে উড়তে চেয়েও
উড়তে পারেনা.
তাইতো এখন বসেই থাকি
আকাশটাকে শুধুই দেখি,
চোখটি ভরে অশ্রুজলে
মন যে মানেনা.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২৭/০৬/২০১৫সবটাই ভাল দিদি। তবে বানানের দিকে একটু যত্নশীল হোন। 'বন্দি' আর 'বন্দী' এই দুটো শব্দের আলাদা মানে হয়। ভুল ধরার বাতিক আছে ভাববেন না দিদি। বন্ধু ভেবে বললাম।
-
অয়ন রাতুল ১৬/০৬/২০১৫চলুন পাখি হয়ে যাই
জামরুলের ডালে
লম্বা পা ফেলে
বসে থাকি বিমুগ্ধতায় -
অগ্নিপক্ষ ১১/০৬/২০১৫নাইস
-
T s J ০৯/০৬/২০১৫Nice
-
জে এস সাব্বির ০৯/০৬/২০১৫মন না মানলে ,শরীরকে মানাবেন না ।বাঁধনটা ছিড়ে ফেলুন ।
আহ্ কি ছন্দ ।অনেক দিন পর মনের মত একটা কবিতা পড়লাম ।
ব্লগ মার্কঃ এই একটা কবিতা পড়েই আপনাকে প্রিয়তে রেখে দিলাম । -
এস ইসলাম ০৯/০৬/২০১৫স্বপ্ন চিরদিন স্বপ্ন থেকে যায়।
-
দ্বীপ সরকার ০৮/০৬/২০১৫সুন্দর।
-
মোবারক হোসেন ০৭/০৬/২০১৫ভাল লাগার মত কবিতা
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৬/২০১৫ভালো লাগলো বেশ !!
-
অগ্নিপক্ষ ০৬/০৬/২০১৫ওয়েলকাম!