www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসহায় ভাড়াটিয়া

এই শহরে আছেন হরেক রকম বাড়ীওয়ালা
কেউ কেউ ভাড়াটিয়ার প্রতি করেন চরম অবহেলা।
শত বিধি নিষেধের মেলে ঢালা
কান করেন জ্বালা পালা।
মাস শুরু হলেই দেয় তাড়া
দেওয়ার জন্য ভাড়া।
একটু দেরী হলে তবে
বাড়ী ছাড়ার নোটিশ দেবে।
তুলে ধরলে সমস্যা আছে যত
মূখ করেন অমাবস্যার চাঁদের মত।
সমাধান হবে হবে শুধু তারা বলেন
যথা সময়ে কাজ নাহি করেন।
ভাড়াটিয়ার দোষ দরতে বেশ তারা পটু
পান থেকে চুন খসলে কথা বলেন কটু।
পানি জীবন পানি মরণ পানি জীবনী শক্তি
পানি দিতে ব্যবহার করেন স্বর্ণকারের নিক্তি।
সুযোগ সুবিধা বাড়াতে বললে কিছু
হটতে থাকেন পিছু।
প্রতি বছর বৃদ্বি করেন ভাড়া
বাড়তি ভাড়া না দিলে বাসা থেকে তাড়া।
ভাড়াটিয়ার নেই যে মাথা ঘুজার ঠাঁই
তাই শত অন্যায় দাবী মানছে সবাই।
ভোক্তা সংরক্ষণ ও বাড়ী ভাড়া নিয়ন্ত্রন আইনের না থাকায় সঠিক প্রয়োগ
অকারণে ভাড়াটিয়ার উপর নেমে আসছে খড়গ।
স্বাধীনভাবে যায় না চলা বলা যায় না জোরে কথা
অনেক কাজে হস্তক্ষেপ করেন অযথা।
ভাড়াটিয়া আছে বলেই বাড়ীওয়ালার এত দাম
ভাড়াটিয়া না থাকলে রক্ষা হবে কি তাদের মান।
তাই ভাড়াটিয়ার প্রতি রাখতে হবে খেয়াল
অকারণে করা যাবে না নাজেহাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast