দুষ্ট ছেলে
দুষ্ট ছেলে দুষ্ট ছেলে উঠছো কেন গাছে
বড় দাদু দেখতে পেলে বিচার দিবে মায়ের কাছে
লক্ষী সোনা চাঁদের কণা ত্রসো তুমি নীছে
না হয় ত্রসে আমি পিছে
মলে দিবো কান
করছি না আমি ফান।
দুষ্ট ছেলে দুষ্ট ছেলে পাড়ো না তুমি আম
পরের জিনিস খাওয়া যে হারাম।
মা শুনলে দিবে বকা
নেমে ত্রসো লক্ষী খোকা ।
নেমে আসলে তাড়াতাড়ী
মা নিবে মামা বাড়ী।
সেথায় আছে অনেক ফল
চল্ আমরা সেথায় চল্ ।
বড় দাদু আসবে তেড়ে
টাক মাথা নেড়ে নেড়ে।
দৃষ্টি গেলে গাছের পানে
পড়বে ধরা তাহার সনে ।
বেত মারলে কষে
বুঝবে মজা শেষে ।
দুষ্ট ছেলে কহে-
আমি ত্রখন রাজা
ফল খাবো তাজা
ছেড়ে দিয়ে গলা
বসাবো গানের পালা।
দিতে ত্রলে সাজা
করবো তাঁকে ভাঁজা।
আম মারলে ছুড়ে
পালাবে সে দেীড়ে।
মাথা গেলে ফেটে
পড়বে সে কেটে
ডাকলে সে কাজী
বলবো আমি ’’লোকটা বড় ফাঁজি’’।
পাড়তে চাইলে আম
লোকটা বলে থাম ।
পাড়ো না আম খোকা
সব খাবো আমি ত্রকা।
তাই ফাটিয়েছি তাঁর মাথা
যাতে বাঁধা না দেয় অযথা।
বড় দাদু দেখতে পেলে বিচার দিবে মায়ের কাছে
লক্ষী সোনা চাঁদের কণা ত্রসো তুমি নীছে
না হয় ত্রসে আমি পিছে
মলে দিবো কান
করছি না আমি ফান।
দুষ্ট ছেলে দুষ্ট ছেলে পাড়ো না তুমি আম
পরের জিনিস খাওয়া যে হারাম।
মা শুনলে দিবে বকা
নেমে ত্রসো লক্ষী খোকা ।
নেমে আসলে তাড়াতাড়ী
মা নিবে মামা বাড়ী।
সেথায় আছে অনেক ফল
চল্ আমরা সেথায় চল্ ।
বড় দাদু আসবে তেড়ে
টাক মাথা নেড়ে নেড়ে।
দৃষ্টি গেলে গাছের পানে
পড়বে ধরা তাহার সনে ।
বেত মারলে কষে
বুঝবে মজা শেষে ।
দুষ্ট ছেলে কহে-
আমি ত্রখন রাজা
ফল খাবো তাজা
ছেড়ে দিয়ে গলা
বসাবো গানের পালা।
দিতে ত্রলে সাজা
করবো তাঁকে ভাঁজা।
আম মারলে ছুড়ে
পালাবে সে দেীড়ে।
মাথা গেলে ফেটে
পড়বে সে কেটে
ডাকলে সে কাজী
বলবো আমি ’’লোকটা বড় ফাঁজি’’।
পাড়তে চাইলে আম
লোকটা বলে থাম ।
পাড়ো না আম খোকা
সব খাবো আমি ত্রকা।
তাই ফাটিয়েছি তাঁর মাথা
যাতে বাঁধা না দেয় অযথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৬/০১/২০১৮অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার
-
আব্দুল হক ০৬/০১/২০১৮বেশ সুন্দর লিখা! ধন্যবাদ!!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০১/২০১৮সুন্দর হয়েছে।