ঢাকা
একাদশ শতকে রাজা বল্লাল সেন
বুড়িগঙ্গার তীরে জঙ্গলে ডাকা একটি দুর্গা দেবীর মূর্তি পান
মন্দিরে করলে মূর্তিটি স্থাপন
ভক্তরা করে নেয় তা আপন।
ডাকা থাকার কারণে মূর্তিটি অরণ্যে
ঢাকা শরীর বা ঢাকেশ্বরী নাম করণ করা হয় তার জন্যে।
মূর্তিটি এক সময় থাকায় জঙ্গলে ডাকা
কালক্রমে স্থানটির নাম হয়ে যায় ঢাকা।
ঢাকা ছিল এক সময় সবুজ শ্যামলিমায় ভরা
প্রাকৃতিক সেীন্দর্যে বিমোহিত হয়ে আসতো পর্যটকেরা।
মানুষ উজাড় করে বন
কল - কারখানা গাড়ীর চাকা চালাচেছ ঝন ঝনা ঝন ঝন।
লাখো গাড়ীর চাকা
দিবা নিশি কাঁপছে শহর ঢাকা।
একটু খানি জায়গায় নেই ফাঁকা
খেলা ধূলা করবে যেথায় কোমলমতি খোকা।
ঢাকার বাতাসে আজ সীসার এতই গন্ধ
নাসারন্ধ হয়ে যেতে চায় বন্ধ।
কলকারখানার বিষাক্ত বর্জ্য
নগরবাসী করতে পারছে না সহ্য।
ঢাকা হয়েছে এমন এক শহর
হারিয়ে গেছে যার বিশুদ্ধ পানির নহর।
এতই দুষিত এই শহরের পানি
যা পান করলে টানতে হয় রোগ- বালাই এর গ্লালানী।
দিন দিন যেভাবে বৃদ্ধি পাচেছ ঢাকার জনসংখ্যা
কয়েক বছরের মধ্যে-ই তা বসবাসের
অনুপযোগী হওয়ার রয়েছে আশাঙ্খা।
বুড়িগঙ্গার তীরে জঙ্গলে ডাকা একটি দুর্গা দেবীর মূর্তি পান
মন্দিরে করলে মূর্তিটি স্থাপন
ভক্তরা করে নেয় তা আপন।
ডাকা থাকার কারণে মূর্তিটি অরণ্যে
ঢাকা শরীর বা ঢাকেশ্বরী নাম করণ করা হয় তার জন্যে।
মূর্তিটি এক সময় থাকায় জঙ্গলে ডাকা
কালক্রমে স্থানটির নাম হয়ে যায় ঢাকা।
ঢাকা ছিল এক সময় সবুজ শ্যামলিমায় ভরা
প্রাকৃতিক সেীন্দর্যে বিমোহিত হয়ে আসতো পর্যটকেরা।
মানুষ উজাড় করে বন
কল - কারখানা গাড়ীর চাকা চালাচেছ ঝন ঝনা ঝন ঝন।
লাখো গাড়ীর চাকা
দিবা নিশি কাঁপছে শহর ঢাকা।
একটু খানি জায়গায় নেই ফাঁকা
খেলা ধূলা করবে যেথায় কোমলমতি খোকা।
ঢাকার বাতাসে আজ সীসার এতই গন্ধ
নাসারন্ধ হয়ে যেতে চায় বন্ধ।
কলকারখানার বিষাক্ত বর্জ্য
নগরবাসী করতে পারছে না সহ্য।
ঢাকা হয়েছে এমন এক শহর
হারিয়ে গেছে যার বিশুদ্ধ পানির নহর।
এতই দুষিত এই শহরের পানি
যা পান করলে টানতে হয় রোগ- বালাই এর গ্লালানী।
দিন দিন যেভাবে বৃদ্ধি পাচেছ ঢাকার জনসংখ্যা
কয়েক বছরের মধ্যে-ই তা বসবাসের
অনুপযোগী হওয়ার রয়েছে আশাঙ্খা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিবশঙ্কর ০৮/০১/২০১৮বেশ ভাল লাগল । অনেক অনেক শুভেচ্ছা রইল কবি ।
-
কামরুজ্জামান সাদ ০৫/০১/২০১৮সুন্দর।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৫/০১/২০১৮ভালো লাগলো লেখাটা।।
-
মধু মঙ্গল সিনহা ০৪/০১/২০১৮সঠিক কথা বললেন...