www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন মানে কি

জীবন মানে কি
ধন সম্পদ ক্ষমতার লোভে
দ্বন্ধ সংঘাত ,হিংসা হানা হানীতে নিমগ্ন থাকায় ভবে।
র্দুনীতিতে করে ভর
সুখের সন্ধানে থাকায় জীবনবর।
অন্যায় দেখলেও হাজারো
প্রতিবাদ না করে পালিয়ে যাওয়া নিয়ে পাঁজারো।
করতে গিয়ে ব্যক্তিগত সাশ্রয়
শত অন্যায়কে দেওয়া প্রশ্রয়।
জীবন মানে কি
বিলাস বহুল গাড়ী
অনিন্দ্য সুন্দরী নারী
তাজমহল সদৃশ বাড়ী।
কেউ উড়াবে প্রাচুর্য্যরে নিশান
অনাহারে - অর্ধাহারে থাকবে মেহনতি-কৃষাণ।
কেউ খাবে নিত্য কোর্মা, রাবড়ি,ক্ষীর
ক্ষুধার তাড়নায় কেউ বা থাকবে অস্থির।
মানুষে মানুষে গড়ে তুলে ভেদাভেদের প্রাচীর
দুর্বলের পায়ে পরিয়ে রাখা পরাধীনতার জিঞ্জির।
জীবন মানে কি
স্বার্থপরতায়,আত্নকেন্দ্রিকতায় হয়ে অন্ধ
পরার্থে হৃদয়ের দরজা জানালা করা বন্ধ
ব্যক্তি স্বার্থে হয়ে বিভোর
অপরের না নেওয়া খবর।
লোভ হিংসা অহংকারে হয়ে মত্ত
বিসর্জন দেওয়া মনুষ্যত্ব।
দশ মাস দশ দিন যে মা ধরেন গর্ভে
তাঁকে ঝি চাকরানীর মতো রাখা জীবনের শেষ পর্বে। জীবন মানে কি
না মুছে নিরন্ন মানুষের কান্না
নিজে পেট পুরে খাওয়া সুস্বাদু খাবার করে রান্না।
সুন্দর সুন্দর স্বপ্ন গুলো মুছে
জীবন গড়া অন্ধকার জগতের ধাচে।
ধর্মের নামে সৃষ্টি করে ত্রাস
অকাতরে নিরাপরাধ মানুষ মারার নিষ্ঠুর প্রয়াস।
উগ্রবাদের হিংস্র থাবা করে বিস্তার
নৃশংসয় হত্যাযজ্ঞ ঘটিয়ে কাউকে না দেওয়া নিস্তার। জীবন মানে কি
খেলা-ধূলায়, হাসি তামাশায় থেকে নিরন্তর
জীবন তরী করা নোঙ্গর। গতি হারিয়ে থেমে যাওয়া চাকা
সমাজ চ্যুত হয়ে পথ চলা একা।
জীবনের কর্ম যাবে রয়ে
জীবন যাবে ক্ষয়ে
রয়ে যাবে যায় নষ্ট করা তা?
জীবনতো বিধাতার নিখুঁত হাতে তৈরী একটি ম্যাপ
যেথায় দ্বন্ধ সংঘাত ,হিংসা-হানাহানীর নেই কোন গ্যাপ।
জীবনতো নিদিষ্ট চকে আঁকা একটি আলপনা
মানুষে মানুষে ভেদাভেদের করা যায় না যেথায় কল্পনা।
জীবনতো গোলাপের শুভ্র পাঁপড়ীর মতো কোমল
যা সইতে পারে না নিষ্ঠুরতার বিষাক্ত ছোবল।
জীবনতো নিদিষ্ট এক প্রামান্য চিত্র
যার সমাজে র্জ্যোতি ছড়ানোর কথা হয়ে নক্ষত্র ।
জীবনতো এমন এক নাটক
একটু ভূল পরিচালনায় হয়ে যায় তা টক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast