দু-খীনী মা
আমাদের ছোট্র খোকা
ত্রখনো অবুঝ বোকা
তাই মাঝে মাঝে করে জেরা
গরীব কেন মোরা?
আমার বয়সী ছেলে মেয়েরা যখন থাকে হাসি খুশি
আমায় কেন তখন টানতে হচেছ জীবন তরীর রশি।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন যায় ইস্কুলে
আমায় কেন তখন বোঝা টানার জন্য বসে থাকতে হয় নদীর কুলে।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন করে খেলাধূলা
আমায় কেন ঠেলতে হয় তখন লাঙ্গলের ফলা।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন খায় সুস্বাদু–পুষ্টিকর খাবার
তীব্র ক্ষুধার তাড়নায় তখন ছটফট করতে হয় কেন আমার।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন ঘুমায় এ.সি রুমে নরম তলুতুলে বিছানায়
আমায় কেন ঘুমাতে হয় খোলা আকাশের নীচে-
ঠাই পাই না বস্তির এক কোনায়।
বুঝাতে পারি না পোলারে
কত বিচিত্র নিয়ম এইজগৎ সংসারে ।
তাই আচঁলের কোনায় মুখ লুকিয়ে নীরবে কাঁদি
শুধাতে পারি না তাকে,আমি ও যে অন্যের ঘরের ঝি-চাকরানী বাঁদী।
উঠার আগে রবি
দেখিনা পোলার ছবি।
কাজের সন্ধানে বেরিয়ে যায় অচীন পুরে
দিন দুপুরে ফিরে না ঘরে।
থাকে আশায় ’’ জুটলে কোণ কাজ”
ভালো খাবার খেতে পারবে আজ।
করতে পারি না পোলারে বারণ
শুরু হয় হৃদয়ের রক্ত ক্ষরণ।
কোথায় পাবো খাবার
উপায় নেই যে আমার ।
বই খাতা থাকার কথা যখন পোলার হাতে
যুদ্ধ করছে তখন সে জীবন তরীর সাথে।
হাজারো মানুষের খেয়ে বকা
টাকা রুজি করছে আমাদের আদরের খোকা।
ত্রখনো অবুঝ বোকা
তাই মাঝে মাঝে করে জেরা
গরীব কেন মোরা?
আমার বয়সী ছেলে মেয়েরা যখন থাকে হাসি খুশি
আমায় কেন তখন টানতে হচেছ জীবন তরীর রশি।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন যায় ইস্কুলে
আমায় কেন তখন বোঝা টানার জন্য বসে থাকতে হয় নদীর কুলে।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন করে খেলাধূলা
আমায় কেন ঠেলতে হয় তখন লাঙ্গলের ফলা।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন খায় সুস্বাদু–পুষ্টিকর খাবার
তীব্র ক্ষুধার তাড়নায় তখন ছটফট করতে হয় কেন আমার।
আমার বয়সী ছেলে মেয়েরা যখন ঘুমায় এ.সি রুমে নরম তলুতুলে বিছানায়
আমায় কেন ঘুমাতে হয় খোলা আকাশের নীচে-
ঠাই পাই না বস্তির এক কোনায়।
বুঝাতে পারি না পোলারে
কত বিচিত্র নিয়ম এইজগৎ সংসারে ।
তাই আচঁলের কোনায় মুখ লুকিয়ে নীরবে কাঁদি
শুধাতে পারি না তাকে,আমি ও যে অন্যের ঘরের ঝি-চাকরানী বাঁদী।
উঠার আগে রবি
দেখিনা পোলার ছবি।
কাজের সন্ধানে বেরিয়ে যায় অচীন পুরে
দিন দুপুরে ফিরে না ঘরে।
থাকে আশায় ’’ জুটলে কোণ কাজ”
ভালো খাবার খেতে পারবে আজ।
করতে পারি না পোলারে বারণ
শুরু হয় হৃদয়ের রক্ত ক্ষরণ।
কোথায় পাবো খাবার
উপায় নেই যে আমার ।
বই খাতা থাকার কথা যখন পোলার হাতে
যুদ্ধ করছে তখন সে জীবন তরীর সাথে।
হাজারো মানুষের খেয়ে বকা
টাকা রুজি করছে আমাদের আদরের খোকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ৩১/১২/২০১৭বেশ।
-
সাঁঝের তারা ৩০/১২/২০১৭বিচিত্র এই জগৎ!
-
কে. পাল ৩০/১২/২০১৭Bes