www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টাকা

আখিরাতে লাগে নেক
দুনিয়াতে চেক।
যে অবুঝ শিশুর নাক দিয়ে গলে রস
সেও টাকার জন্য বাড়ায় হাত বুঝে তার যশ।
টাকা মিলে সবে
যা আছে ভবে।
টাকার এমনই বিস্ময়কর গুন
যা ক্ষণিকের মধ্যেই লাগাতে পারে আগুন
আনতে পারে ফাগুন।
পকেটে থাকলে রত্ন
সকলে করে খ্যাতির যত্ন।
না থাকলে টাকা
দুনিয়াটা ফাঁকা।
টাকা না থাকলে পকেটে-
স্ত্রীর ভালবাসা ,প্রিয়তমার মধুর হাসি
পিতৃস্নেহ, ভ্রার্তৃত্বের গভীর বন্ধন সব-ই হয় বাসি।
ক্ষমতা খ্যাতি জ্ঞান বুদ্ধি যশ
বন্ধুত্বের বন্ধন আত্নীয়তার সর্ম্পক সবে নামে ধস।
টাকা জন্ম ,টাকা মৃত্যু,টাকা দেহের প্রাণ
টাকা ছাড়া মিলে না লোক সমাজে মান।
বিমানের ডানা,কপিনে লাশের বেশে
সাত সমুদ্র তের নদী পাড়ী দিচ্ছে মানুষ টাকা ভালবেসে।
দুনিয়ার চাকচিক্যের প্রতি এতটাই খেয়াল
ইজ্জত আবরু সম্ব্রম টাকার জন্য হচ্ছে আজ বেহাল।
ভাই হয়ে ভাইয়ের গলায় দিচ্ছে ছুরি
বিচারের নামে প্রহসন করছে জুরি।
টাকা রীতি,টাকা নীতি,টাকা সম্প্রীতি
টাকার জন্যে সমাজে এত র্দুনীতি।
টাকা আহরণের জন্য
ব্যবসায়ীরা বিক্রি করছে নকল, বেজাল,বিষাক্ত পন্য।
টাকা টাকা করে কতই করছি হা-হুতাশ
টাকা ডেকে আনে অনেক সময় সর্বনাশ।
কেউ সৎ পথে টাকা ব্যয় করে বিধাতার কাছে চাচ্ছে মাপ
কেউবা অন্যায় , অবিচার,ব্যভিচার,অপচয় করে কুড়াচ্ছে পাপ।
টাকার অদৃশ্য ভার
অনেক সময় জীবন করে চারখার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast