www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীতি

যুগ যুগ ধরে পবন যাচ্ছে বয়ে
ঘাত প্রতিঘাত মাটি যাচ্ছে সয়ে।
বৃক্ষ দিচ্ছে ফল
মেঘ ছটাচ্ছে জল।
রবি বিচ্ছুরিত করছে তাপ
চাঁদ নিকষ কৃষ্ণ করছে সাফ।
চন্দ্র সূর্য গ্রহ তারা
হয়নি কেউ নীতি হারা।
পশু-পাখি গাছ -পালা
মেনে চলছে নীতি মালা।
অনিল সাগর নদী নালা
পরছে তারাও নীতির মালা।
নীতি কখনো হয়নি তাদের চ্যুতি
ছড়িয়ে দিচ্ছে তারা নীতির দ্যুতি।
হায় ! আশরাফুলমাখলুকাত
নীতি করতেছে অকাতরে কুপোকাত।
মানুষ এমন এক জাতি
সুষুপ্ত রেখেছে আজ নীতি।
নিধের ঘোরে নীতি যায় তাদের উড়ে
শূণ্য খাঁচা থাকে পড়ে।
নীতি ছড়াতো এক সময় সেীরভিত আতর
লোভ লালসার যাঁতাকলে আজ হয়ে পড়ছে সে নিথর।
নীতি রক্ষায় মানবকুল
আজ হয়না ব্যাকুল।
নীতি যেন ঠুনকো জিনিস
ক্ষণিকের মাঝে করে দেয় তা ফিনিশ।
কেউ করলে নীতির পূজা
সমাজে দাঁড়াতে পারে না মাথা করে সোজা।
নীতি শুধু আজ কাগুজে লেখা
সচারাচর যায় না তা দেখা।
নীতি হারিয়ে আজ সবাই অস্থির
নি:শ্বাস ফেলতে পারছে না স্বস্থির।
হীরা ভেবে ধরে কাঁচ
নীতির আদলে রেপ্লি­কা নিয়ে করছে বসবাস।
র্দুনীতি দিচ্ছে টান
সভ্যতা হচ্ছে বিরাণ।
নীতি ফেলায় আস্তাকুঁড়ে
র্দুনীতির অনলে অদিতি যাচ্ছে পুড়ে।
সমাজের হয়েছে এতই অধ:পতন
র্দুনীতির দুর্গে খুঁজছে সবাই সুখ ,শান্তি,খ্যাতি রতন।
নীতি আজ সীমাবদ্ধ কাগজে,কলমে ,রচনায়,প্রবন্ধে
পত্রিকায়,ম্যাগাজিনে,সভা-সমাবেশে,ভাষণে
খুঁজে পাচ্ছি না শাসনে ,প্রশাসনে,বিচারকের আসনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast