প্রিয়তমা ও প্রিয়তম
আমার এক হাতে পৃথিবী আর অন্য হাতে তুমি
সকালের শীতল হাওয়া বুকে জড়িয়ে শুধু তুমি
তোমাকে নিয়ে উড়ে যাবার স্বপ্ন ছিলো ভারি
অনন্তকালের সবুজ দিগন্তে দিতে চেয়েছিলাম পাড়ি |
সাত সমুদ্র তের নদী পেড়িয়ে, গঙ্গা থেকে মিসিসিপি হয়ে
ভলগার তীরে দাঁড়িয়ে আমার হাতে হাত রেখে
শীতল বুকে উষ্ণতা ছড়িয়ে দিয়ে ........
ভালবাসার সর্বচ্য চূড়ায় কৃষ্ণচুড়ার ডালে ডালে
লাল সবুজের চাদর গায়ে, আর ঠোঁটে মেখে লাল
টকটকে হাসি, তুমি ছড়িয়ে দিতে পারতে রক্তে রক্তে
বিন্দু থেকে সিন্দু আর যুগ থেকে অনাদি অনন্তরে |
অনুজন্মা- তুমি হে বালক ! তাকিয়ে দেখো কী ?
কাঁটাগাছ ছেয়ে গেছে মরুভূমির বুকে যেখানে
ফুটিয়ে ফুল আর অবিরাম গেয়ে গান
ধরেছিলাম আমি শুধুই তোমার জন্য ঝরনার সাথে তাল .....
আমার বুকের গহীনে, অন্তর থেকে অন্তর চিড়ে
এক ডুবে তুলে এনেছি সোনার কাঠি,
নির্ভয়ে যেন হও তুমি অমর
আর ভুলে যেওনা পিছে কালো ভ্রমর |
এ দোআ তোমার জন্য প্রিয়তম - হিমশীতল রাতের আকাশের
মিটি মিটি নক্ষত্রের বুকে জ্বলে জ্বলে রইবে তুমি অমর !
নীল আকাশের আলিঙ্গনে মোহ মুক্ত সে মহাসনে
পাখীর মতো উড়ে বেড়াবো আমি আর অবাক বিস্ময়ে
দেখে যাব বিশ্বরাজের মায়াভূমি !
সকালের শীতল হাওয়া বুকে জড়িয়ে শুধু তুমি
তোমাকে নিয়ে উড়ে যাবার স্বপ্ন ছিলো ভারি
অনন্তকালের সবুজ দিগন্তে দিতে চেয়েছিলাম পাড়ি |
সাত সমুদ্র তের নদী পেড়িয়ে, গঙ্গা থেকে মিসিসিপি হয়ে
ভলগার তীরে দাঁড়িয়ে আমার হাতে হাত রেখে
শীতল বুকে উষ্ণতা ছড়িয়ে দিয়ে ........
ভালবাসার সর্বচ্য চূড়ায় কৃষ্ণচুড়ার ডালে ডালে
লাল সবুজের চাদর গায়ে, আর ঠোঁটে মেখে লাল
টকটকে হাসি, তুমি ছড়িয়ে দিতে পারতে রক্তে রক্তে
বিন্দু থেকে সিন্দু আর যুগ থেকে অনাদি অনন্তরে |
অনুজন্মা- তুমি হে বালক ! তাকিয়ে দেখো কী ?
কাঁটাগাছ ছেয়ে গেছে মরুভূমির বুকে যেখানে
ফুটিয়ে ফুল আর অবিরাম গেয়ে গান
ধরেছিলাম আমি শুধুই তোমার জন্য ঝরনার সাথে তাল .....
আমার বুকের গহীনে, অন্তর থেকে অন্তর চিড়ে
এক ডুবে তুলে এনেছি সোনার কাঠি,
নির্ভয়ে যেন হও তুমি অমর
আর ভুলে যেওনা পিছে কালো ভ্রমর |
এ দোআ তোমার জন্য প্রিয়তম - হিমশীতল রাতের আকাশের
মিটি মিটি নক্ষত্রের বুকে জ্বলে জ্বলে রইবে তুমি অমর !
নীল আকাশের আলিঙ্গনে মোহ মুক্ত সে মহাসনে
পাখীর মতো উড়ে বেড়াবো আমি আর অবাক বিস্ময়ে
দেখে যাব বিশ্বরাজের মায়াভূমি !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : আবুল হোসেন ০৬/০২/২০১৮ভালো লাগা রেখে গেলাম।
-
মোঃ ফাহাদ আলী ০৬/০২/২০১৮ভালো লাগলো কবি।
-
কামরুজ্জামান সাদ ০৬/০২/২০১৮ভাল লেগেছে
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮সুন্দর লিখনী
-
রা-ফা ০৫/০২/২০১৮সুন্দর