www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানা অজানা

"কোনার্ক সূর্যমন্দির"

অপূর্ব স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ ইতিহাসের জন্য ইউনেসকো বিশ্ব সভ্যতার একটি উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছে মন্দিরটিকে।উড়িষ্যার পুরী ও ভুবনেশ্বরের কাছে বঙ্গোপসাগরের বেলাভূমিতে ১৩শ শতকে পুর্ব-গঙ্গা রাজ্যের অধিপতি মহারাজ নরসিংহ দেব সুর্যদেবতার আরাধনার জন্য এই কোনার্ক সূর্যমন্দির প্রতিষ্টা করেন।এ মন্দির তার অভিনব আকার,বিশালত্ব আর কারুকার্যের জন্য ভারতের সপ্তমাশ্চর্যের অন্যতম।তামিল শব্দ কোন আর সংস্কৃত শব্দ অর্ক মিলে কোনার্ক শব্দটির সৃষ্টি।উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে।সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ,তার সামনে রড়েছে সাত জোড়া ঘোড়া।বার জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত।চাকার কারুকার্য দর্শকদের প্রধান আকার্ষণ।মন্দিরে সুর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৯৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৭

মন্তব্যসমূহ

 
Quantcast