www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিমান

তোমার অভিমানের মোড়কে
তিক্ত এই গদুলি সন্ধ্যা,
যন্ত্রনা হচ্ছে বুকের বিতর
ভালোবাসার আঙিনা তাই
শুষ্ক মন্ধা ।


পিপাসার্থ কাতর আমি
দহন জ্বালায় জ্বলছি,
অভিমানটা না হয় ভেঙে পেল
প্রিয় তোমায় বলছি ।


অঙ্কুরিত হয়নি দেখ
বপন করা বীজ টি ,
সুশান্ত হচ্ছে দেখ
মুখরিত এই দেশটি ।


ডাল থেকে আজ পাখিরা
উড়াল দেয় না আকাশে ,
চন্দনেরই ঘ্রান যেন আর
আসেনা আজ বাতাসে।


গগনেতে নাহি উদিল
শশীটা যে আজ ,
নতুন বধূর মন ফ্যাকাসে
সাজছে না তার সাঁজ ।


এমন করে থাক যদি
কেমন হবে বল ,
চক্ষুযুগল করছে আমার
অশ্রু টলমল ।


তাই বলি, এবার তুমি
ভাঙ্গ অভিমান,
তা না হলে বেরিয়ে যাবে
দেহ থেকে এ প্রান ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ২৮/০৮/২০২১
    ভালো
  • ন্যান্সি দেওয়ান ২৮/০৮/২০২১
    Beautiful.
    • নিলাদ্র নাজিম ১৮/১০/২০২১
      ধন্যবাদ প্রান প্রিয় কবি
      • ন্যান্সি দেওয়ান ১৮/১০/২০২১
        Shagoto Kobi
  • ভালো।
  • বেশ!
  • খুব সুন্দর।
 
Quantcast