স্বার্থপর
এখন সবাই ব্যবহার বুঝে,
ব্যবহার শেষে নর্দমা খোঁজে।
মানুষ এখন একাই বাঁচে,
দায়িত্ব নিতে চোখে বাজে।
দরকার হলে সবাই আছে,
দরকার শেষে পালাইয়া বাঁচে।
পরের ক্ষতি করতে আরাম,
নিজের ক্ষতি পাছায় বাম।
মানুষ এখন মানুষ নহে,
পশু জাহিরে সুখ খোঁজে।
ব্যবহার শেষে নর্দমা খোঁজে।
মানুষ এখন একাই বাঁচে,
দায়িত্ব নিতে চোখে বাজে।
দরকার হলে সবাই আছে,
দরকার শেষে পালাইয়া বাঁচে।
পরের ক্ষতি করতে আরাম,
নিজের ক্ষতি পাছায় বাম।
মানুষ এখন মানুষ নহে,
পশু জাহিরে সুখ খোঁজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।