পাষানপুরীর মেয়ে তুমি
পাষানপুরীর মেয়ে তুমি
হৃদয় নিয়ে গেছো,
পাষান বুকে আমায় ছেড়ে
স্বর্গ সুখে আছো ।
কলমির ঘাট, পাকুড়ের গাছ
পলাশের বন পরে,
সেথায় তোমার পাষানপুরী
দুরে ওই প্রান্তরে ।
আঁচল ভরে কষ্ট তুমি
দাও যে আমার বুকে,
প্রেমের স্মৃতি হৃদয় ভরে
কাঁদায় বড়ো সুখে ।
আর কী কিছু পারবে দিতে
কষ্ট ছাড়া বলো !
ধূসর-কালো কষ্টে আমি
ক্লান্ত টলোমলো !
রবির কিরণ তোমার ঘরে
তোমার প্রাসাদ জুড়ে,
আমার ছোট্ট কুঠিরখানি
রয় যে অন্ধকারে !
শেষ বিকেলের দিগন্তে ওই
ধূলি মেঘের হাসি,
নখের আঁচড় কাটি সেথা -
'তোমায় ভালোবাসি' ।
আমার হৃদয় চুরি করে
হাঁটলে নিজের পথে,
কথা ছিল তোমার দু'হাত
থাকবে আমার হাতে ।
কতদূরেই যাবে প্রিয়া
এসো তুমি ফিরে,
বিদায়বেলা থেকো পাশে
রিক্ত দু'হাত ধরে ।
একমুঠো গান ,রাগ-অভিমান
সব শেষ হয়ে যাবে,
আঁধারতলির মৃত্যুদুয়ার
আমায় গিলে খাবে !
আলোর সীমা হব যে পার
জীবন খেয়া বেয়ে,
থাকবে তুমি সুখে ওগো
পাষানপুরীর মেয়ে ।
রচনা : ২৬/০৭/২০১৩
হৃদয় নিয়ে গেছো,
পাষান বুকে আমায় ছেড়ে
স্বর্গ সুখে আছো ।
কলমির ঘাট, পাকুড়ের গাছ
পলাশের বন পরে,
সেথায় তোমার পাষানপুরী
দুরে ওই প্রান্তরে ।
আঁচল ভরে কষ্ট তুমি
দাও যে আমার বুকে,
প্রেমের স্মৃতি হৃদয় ভরে
কাঁদায় বড়ো সুখে ।
আর কী কিছু পারবে দিতে
কষ্ট ছাড়া বলো !
ধূসর-কালো কষ্টে আমি
ক্লান্ত টলোমলো !
রবির কিরণ তোমার ঘরে
তোমার প্রাসাদ জুড়ে,
আমার ছোট্ট কুঠিরখানি
রয় যে অন্ধকারে !
শেষ বিকেলের দিগন্তে ওই
ধূলি মেঘের হাসি,
নখের আঁচড় কাটি সেথা -
'তোমায় ভালোবাসি' ।
আমার হৃদয় চুরি করে
হাঁটলে নিজের পথে,
কথা ছিল তোমার দু'হাত
থাকবে আমার হাতে ।
কতদূরেই যাবে প্রিয়া
এসো তুমি ফিরে,
বিদায়বেলা থেকো পাশে
রিক্ত দু'হাত ধরে ।
একমুঠো গান ,রাগ-অভিমান
সব শেষ হয়ে যাবে,
আঁধারতলির মৃত্যুদুয়ার
আমায় গিলে খাবে !
আলোর সীমা হব যে পার
জীবন খেয়া বেয়ে,
থাকবে তুমি সুখে ওগো
পাষানপুরীর মেয়ে ।
রচনা : ২৬/০৭/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩অনবদ্য, তোমার কবিতা আমার প্রিয়
-
সুদীপ তন্তুবায় নীল (শ্রীনীল) ১৩/০৯/২০১৩Donnobad
-
সালমান মাহফুজ ১৩/০৯/২০১৩দারুণ হয়েছে নীল । খুব ছন্দময় ।