বিজয়ের গান
আজ বিজয় দিবস স্বাধীনতাকে ঘিরে,
আজ গর্বিত এ সত্তা বাংলা তোমায় ভালোবেসে।
তোমার জন্য দেয়া সেই শ্রেষ্ঠ শহীদের পরে,
তোমায় রক্ষার্থে মা আছি সদা জেঁগে।
এখনও কিছু পিচাশ মাগো তোমায় নিয়ে নষ্ট খেলা করে,
তবে ভয় পেওনা মাগো অন্ধকারের কলঙ্কের দাগ পরতে দিব এ আঁচল তলে।
তোমার রূপের দীপ্তছায়ায় তৃষ্ণা আমার মিটে,
তোমার ঘিরে তাই স্বপ্ন বুনেছি সেই বাবুই পাখির ঘরে।
আসর তব তোমায় ঘিরে শত অব্দের পরে,
তুমি চির যৌবনা মাগো এ ধরণী তরে।
জীবন লগ্নে তাই থেকে যেতে চাই তোমার এ অসীম মাতৃত্বের আদলে,
শেষ নিঃশ্বাসে যেন লেখা থাকে চির সবুজ বাংলা আমার;
আর বিজয়ের নিশান এ নশ্বর কায়ার প্রতিটি খাজেঁ।
(টিটু’র কলামা)
আজ গর্বিত এ সত্তা বাংলা তোমায় ভালোবেসে।
তোমার জন্য দেয়া সেই শ্রেষ্ঠ শহীদের পরে,
তোমায় রক্ষার্থে মা আছি সদা জেঁগে।
এখনও কিছু পিচাশ মাগো তোমায় নিয়ে নষ্ট খেলা করে,
তবে ভয় পেওনা মাগো অন্ধকারের কলঙ্কের দাগ পরতে দিব এ আঁচল তলে।
তোমার রূপের দীপ্তছায়ায় তৃষ্ণা আমার মিটে,
তোমার ঘিরে তাই স্বপ্ন বুনেছি সেই বাবুই পাখির ঘরে।
আসর তব তোমায় ঘিরে শত অব্দের পরে,
তুমি চির যৌবনা মাগো এ ধরণী তরে।
জীবন লগ্নে তাই থেকে যেতে চাই তোমার এ অসীম মাতৃত্বের আদলে,
শেষ নিঃশ্বাসে যেন লেখা থাকে চির সবুজ বাংলা আমার;
আর বিজয়ের নিশান এ নশ্বর কায়ার প্রতিটি খাজেঁ।
(টিটু’র কলামা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২২/১২/২০১৪
-
মো.সাইফুল ইসলাম ২২/১২/২০১৪ধন্যবাদ..আপনাকে...।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪মাগো ভাবনা কেনো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে...........
ভয় নেই মা আমরা............
আসরে প্রথমেই আপনাকে সু স্বাগতম। লেখাটি ভালো লাগলো। চালিয়ে যান। ভালো থাকবেন।
ধন্যবাদ