প্রেতাত্মা
আমি মুগ্ধতায় বিশুদ্ধ বিষাদ চিত্তে দেখি
ওই মানসিক ভারসাম্য হীনেরা সমবেত একসাথে।
আঙ্গুল তুলেছে মানবের একক পাহাড়ের দিকে
ধর্ম বিদ্ধেষি হয়ে প্রাণে ,
মূর্তি সরানূর মত সরাতে চায় সংখ্যালঘু
জন্মভুমি হতে।
নিষিদ্ধ করতে চায় স্বাধীনতা অপরের ,
অপপ্রচারের অভ্যাসে...
মিথ্যে সম্বোধনে ঘায়েল করতে চায় প্রতিবাদ
নির্বাস ইসলাম দর্শনে।
বিবেকের রাজ্যে মাতাল রাজা
তাই স্বধর্মের ভুমি ছেড়ে...
আপনার রুচিহীনতার উন্মুক্ত উদ্যানে।
হেথায় তারা সোনার চামচে সোনা খায়
চামচের শ্রাদ্ধ করে..
প্রাসাদের নিচে বাস করে
উদার উন্মুক্ত বাতাস লয়ে।
তারাই আবার আপন ভুমির বাতাস পুড়ে
সাম্প্রদায়িক প্রাসাদের ব্যবহারে।
ওরা নষ্ট, ওরা হিংস্র দানব
ধর্মের তলে থেকে ধর্মতেই করেছে কারবার।
সংখ্যালঘুর মূর্তি যে চায় ভাঙ্গিতে রাজ উৎসবে
সে ধার্মিক নয় ;
প্রেতাত্মা জঙ্গি আত্মার।
ওই মানসিক ভারসাম্য হীনেরা সমবেত একসাথে।
আঙ্গুল তুলেছে মানবের একক পাহাড়ের দিকে
ধর্ম বিদ্ধেষি হয়ে প্রাণে ,
মূর্তি সরানূর মত সরাতে চায় সংখ্যালঘু
জন্মভুমি হতে।
নিষিদ্ধ করতে চায় স্বাধীনতা অপরের ,
অপপ্রচারের অভ্যাসে...
মিথ্যে সম্বোধনে ঘায়েল করতে চায় প্রতিবাদ
নির্বাস ইসলাম দর্শনে।
বিবেকের রাজ্যে মাতাল রাজা
তাই স্বধর্মের ভুমি ছেড়ে...
আপনার রুচিহীনতার উন্মুক্ত উদ্যানে।
হেথায় তারা সোনার চামচে সোনা খায়
চামচের শ্রাদ্ধ করে..
প্রাসাদের নিচে বাস করে
উদার উন্মুক্ত বাতাস লয়ে।
তারাই আবার আপন ভুমির বাতাস পুড়ে
সাম্প্রদায়িক প্রাসাদের ব্যবহারে।
ওরা নষ্ট, ওরা হিংস্র দানব
ধর্মের তলে থেকে ধর্মতেই করেছে কারবার।
সংখ্যালঘুর মূর্তি যে চায় ভাঙ্গিতে রাজ উৎসবে
সে ধার্মিক নয় ;
প্রেতাত্মা জঙ্গি আত্মার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ৩১/০৫/২০১৭অসাধারন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৫/২০১৭উপভোগ্য।