বৃদ্ধ প্রেম
( প্রেমটা যে দেহের ভাদ্র মাসে নেই, মনের ফাল্গুন মাসে তা আজ এক বৃদ্ধ দম্পতি কে দেখে আবারও মনে হল....)
পূবের মেঘ গেল চলে , পশ্চিমের ঘোমটার তলে
শুকিয়ে নদীর পানি নামিলো হাটুর নিচে।
তবু মনের পানি বাড়লো বেশি প্রেমের জোয়ারে
তোর মুখ খানি দেখলেই আমি যৌবন পাই ফিরে।
সময়ের ছাতার ছায়ায়, ছিদ্র আছে কিছু;
সংসারের সমর পাতায়, ভুল আছে কিছু
তবু সব ভোলেও ভুল করতে চায় আবার মন
আবার তুই রাধিকা সাজ , আমি শ্যাম সাজি এখন।
দেখ নবীন যুগে মোদের সন্তান সকল
প্রেমেতে বিষ মিশায় হয়ে আসল নকল।
তবু তাদের মাঝে পাই খোজে আমার সে দিন
যেদিন ছুবল দিলি হয়ে প্রেমের নাগিন।
দাঁত হয়তো নেই মুখে, চুলের রঙের মত;
মুখের চামড়ার তালে, যৌবন গত যত।
তবু আমার ঘরে আমার ফাগুন আসে বেশি
কারন আমার সাথী যে এই জগতের শশী।
পূবের মেঘ গেল চলে , পশ্চিমের ঘোমটার তলে
শুকিয়ে নদীর পানি নামিলো হাটুর নিচে।
তবু মনের পানি বাড়লো বেশি প্রেমের জোয়ারে
তোর মুখ খানি দেখলেই আমি যৌবন পাই ফিরে।
সময়ের ছাতার ছায়ায়, ছিদ্র আছে কিছু;
সংসারের সমর পাতায়, ভুল আছে কিছু
তবু সব ভোলেও ভুল করতে চায় আবার মন
আবার তুই রাধিকা সাজ , আমি শ্যাম সাজি এখন।
দেখ নবীন যুগে মোদের সন্তান সকল
প্রেমেতে বিষ মিশায় হয়ে আসল নকল।
তবু তাদের মাঝে পাই খোজে আমার সে দিন
যেদিন ছুবল দিলি হয়ে প্রেমের নাগিন।
দাঁত হয়তো নেই মুখে, চুলের রঙের মত;
মুখের চামড়ার তালে, যৌবন গত যত।
তবু আমার ঘরে আমার ফাগুন আসে বেশি
কারন আমার সাথী যে এই জগতের শশী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২১/০৫/২০১৭দারুন হয়েছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
-
পরশ ২১/০৫/২০১৭অসাধারন
-
কবি মনির ২১/০৫/২০১৭সুন্দর ।