সমকামি
বিশুদ্ধ স্তম্বিত নগরী সেজেছে জন্মস্থান...
যৌনতার অন্দর মহলে করছে প্রবেশ পবিত্র হাত নিয়ে।
হাজার হাজার বাহিনী নিয়ে নেমেছে বাহুবলি সেজে
নেমেছে যোনিপথ নমস্য পুনঃরুদ্ধারে ।
কারো ভাঙা মন , ভাঙা জীবন তার অধরা জ্ঞান
যৌনতার গোপন ঘর যে তার সবার ইচ্ছার মত চাই।
তাই লিঙ্গ পুনর্বাসনে ব্যস্ত নগরী প্রহরী
দেহের উত্তেজনার তরঙ্গ নির্ধারনে ব্যস্ত্...
সস্তা নির্বোধ আহ্বানে মনের রাজ্য করছে বলাৎকার
স্বয়ংক্রিয় যৌন চেতনায় লাগিয়েছে রাজার চোখ
এক নির্বোধ অবাস্তব বিশ্বাসে।
বেচে থাকার পথ দেহ নয়...
স্বয়ংক্রিয় জৈবিক দেহ যে জাগিয়েছে যৌন মনকে।
দন্ড দিয়ে দন্ড কিভাবে চেনাবে শিবগামী?
বিপথে যে পথ হারিয়েছ নিজে।
ওরা সমকামি , বিপথগামি নহে
জিঙ্গাসা কর ইতিহাসে....
জিঙ্গাসা করো ওই পঙ্গু দেহকে
কেমনে চলে হাতের ভরে?
কেমনে জাগে মনের রক্ত নালি
কার চেহারা দেখে মনে?
কেমনে বাড়ে ফুসফুসের বাতাস্
বাতাসের ছুয়া পেয়ে...?
ঈশ্বর যদি চিনিতে নাহি পারে তা
তাহলে তুমি চিন নি ঈশ্বরকে।
ওরা ওদেরকে চিনেছে সত্য সূত্রে
সাজায় নি মিথ্যের পোশাকে।
ওদের ভেতরে ওরাই থাকে
আমাদের ভেতর অন্যজনে।
যৌনতার অন্দর মহলে করছে প্রবেশ পবিত্র হাত নিয়ে।
হাজার হাজার বাহিনী নিয়ে নেমেছে বাহুবলি সেজে
নেমেছে যোনিপথ নমস্য পুনঃরুদ্ধারে ।
কারো ভাঙা মন , ভাঙা জীবন তার অধরা জ্ঞান
যৌনতার গোপন ঘর যে তার সবার ইচ্ছার মত চাই।
তাই লিঙ্গ পুনর্বাসনে ব্যস্ত নগরী প্রহরী
দেহের উত্তেজনার তরঙ্গ নির্ধারনে ব্যস্ত্...
সস্তা নির্বোধ আহ্বানে মনের রাজ্য করছে বলাৎকার
স্বয়ংক্রিয় যৌন চেতনায় লাগিয়েছে রাজার চোখ
এক নির্বোধ অবাস্তব বিশ্বাসে।
বেচে থাকার পথ দেহ নয়...
স্বয়ংক্রিয় জৈবিক দেহ যে জাগিয়েছে যৌন মনকে।
দন্ড দিয়ে দন্ড কিভাবে চেনাবে শিবগামী?
বিপথে যে পথ হারিয়েছ নিজে।
ওরা সমকামি , বিপথগামি নহে
জিঙ্গাসা কর ইতিহাসে....
জিঙ্গাসা করো ওই পঙ্গু দেহকে
কেমনে চলে হাতের ভরে?
কেমনে জাগে মনের রক্ত নালি
কার চেহারা দেখে মনে?
কেমনে বাড়ে ফুসফুসের বাতাস্
বাতাসের ছুয়া পেয়ে...?
ঈশ্বর যদি চিনিতে নাহি পারে তা
তাহলে তুমি চিন নি ঈশ্বরকে।
ওরা ওদেরকে চিনেছে সত্য সূত্রে
সাজায় নি মিথ্যের পোশাকে।
ওদের ভেতরে ওরাই থাকে
আমাদের ভেতর অন্যজনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২০/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
Susovan jana ২০/০৫/২০১৭ব্যাক্তিগত ব্যাপারে আইনের হস্তক্ষেপ বাঞ্ছনিয় নয়.
-
আতাম মিঞা ২০/০৫/২০১৭😷😷😷
-
বিশ্বামিত্র ২০/০৫/২০১৭কবি খুব সুন্দর ভাবে সমকামীদের যন্ত্রণাকে ব্যাক্ত করেছেন।বর্তমান সমাজে এটা গোটা মনুয্য জাতির কাছে বিরাট সমস্যা।কবিকে খুব খুব ধন্যবাদ যে - তিনি মনের মধ্যে এই সমসাময়িক যন্ত্রণায় কাতর।
কবিে অনেক অনেক শুভ্ছাে। -
মধু মঙ্গল সিনহা ২০/০৫/২০১৭তথ্য পূর্ণ।
-
মোনালিসা ২০/০৫/২০১৭