সুন্দর বিরহে
রোদের ছায়ায় ছায়ায় দাড়িয়ে এই প্যারিস শহর
ব্যস্ত আয়োজনে চলছে জীবনের নৃত্য প্রহর।
তার মাঝে একটি ঘরের একটি বিছানা একাকী
কারো ভাবনাতে থেমে আছে উড়ন্ত ময়না পাখি।
জ্বানালার ওপাশ থেকে নগরের নিশ্চুপ হাওয়া
ভাঙ্গছে কাচের পর্দা বুঝে হৃদয়ের চাওয়া।
আমি শুধু হতবাক আমাকেই দেখে.
আমি ভাঙ্গছি আমায়,আমাতেই জোড়া লাগিতে।
কিছু সুখ কিছু স্মৃতি, হেথা যথা লুভুর মিউজিয়ামে
যেন বসে আছে , মোনালিসার একটু বাকা হাসিতে।
আমি শুধু দাড়িয়ে আছি, আবাসের অরন্য গহীনে
আমার হাসিতেই আমি কাদি , কারো সুন্দর বিরহে।
বুঝি কারো উঠানে আজ বসেছে লক্ষ্মী পুজা
পেঁচার সাথে হয় না যার ঘরের কোন দেখা।
মোর প্রেমালয়ে উঠেছে লুকায়ে পূর্ণ চন্দ্রিমা
সেথায় বন্য পেঁচা আমি, তুমি গৃহের কমলা।
ব্যস্ত আয়োজনে চলছে জীবনের নৃত্য প্রহর।
তার মাঝে একটি ঘরের একটি বিছানা একাকী
কারো ভাবনাতে থেমে আছে উড়ন্ত ময়না পাখি।
জ্বানালার ওপাশ থেকে নগরের নিশ্চুপ হাওয়া
ভাঙ্গছে কাচের পর্দা বুঝে হৃদয়ের চাওয়া।
আমি শুধু হতবাক আমাকেই দেখে.
আমি ভাঙ্গছি আমায়,আমাতেই জোড়া লাগিতে।
কিছু সুখ কিছু স্মৃতি, হেথা যথা লুভুর মিউজিয়ামে
যেন বসে আছে , মোনালিসার একটু বাকা হাসিতে।
আমি শুধু দাড়িয়ে আছি, আবাসের অরন্য গহীনে
আমার হাসিতেই আমি কাদি , কারো সুন্দর বিরহে।
বুঝি কারো উঠানে আজ বসেছে লক্ষ্মী পুজা
পেঁচার সাথে হয় না যার ঘরের কোন দেখা।
মোর প্রেমালয়ে উঠেছে লুকায়ে পূর্ণ চন্দ্রিমা
সেথায় বন্য পেঁচা আমি, তুমি গৃহের কমলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২০/০৫/২০১৭বেশ ভাল লাগল কল্পনার জগৎ।শুভেচ্ছা রইল।
-
মধু মঙ্গল সিনহা ২০/০৫/২০১৭অপূর্ব কল্পনার প্রকাশ।
-
সাঁঝের তারা ১৯/০৫/২০১৭সুন্দর