বাঙ্গালি বর্জন
কখনো যদি মুক্ত বাণিজ্যের ন্যায়
উন্মুক্ত করে দাও অন্দরমহল ..
তাহলে সেথায় দেখতে পাবে
আরবের উট ভাত খাচ্ছে হাড়িতে।
নিমন্ত্রন্য করে আদরে আপ্যায়নে
খাওয়ানু হচ্ছে তারে পিঠা পায়েস।
শাড়ি কাপড় খোলে বস্তা বন্দি করা হচ্ছে মাথা।
নগ্ন বক্ষে সমস্ত যোনিপথ যেন চুলের তলে তলে।
ভাষ্কর্য পুড়া পুরো গরুর রোস্টটিও
সাজানু হয়েছে আরবের থালাতে।
পালা গান, বাউল গানের পানিয়তে
স্বাদ পাচ্ছে উট খেজুরের।
হারাম হালালের গানে নিষিদ্ধ হচ্ছে পহেলা বৈশাখ!
নিষিদ্ধ হচ্ছে নারী মানবী রূপে।
মরুভূমির নারী মাংস চেতনায় ধর্ষণ বোধে
তেতুল লোভী হচ্ছে চারপাশ।
বালিকার কচি দেহে নিকার সিলে
সুন্নতের তরিকা উঠছে লাফিয়ে পৌরুষ দন্তে।
চারদিকে সবুজ গাছ রূপ নিচ্ছে খেজুর কাটায়..
পায়ের নিচের মাটি বদলে যাচ্ছে বালুর রূপান্তরে।
টুপির ভেতর বালু করেছে প্রবেশ মস্তিস্ক গ্রাসিবারে,,
বয়কট করছে বাঙ্গালি আপনা হতে আপনারে।
ভন্ডামির ধ্বজায় হারামি দেহ হালালের বোরকা পড়ে
হারিয়ে গেছে মুজিব স্বপ্ন বালুর প্রান্তরে।
উন্মুক্ত করে দাও অন্দরমহল ..
তাহলে সেথায় দেখতে পাবে
আরবের উট ভাত খাচ্ছে হাড়িতে।
নিমন্ত্রন্য করে আদরে আপ্যায়নে
খাওয়ানু হচ্ছে তারে পিঠা পায়েস।
শাড়ি কাপড় খোলে বস্তা বন্দি করা হচ্ছে মাথা।
নগ্ন বক্ষে সমস্ত যোনিপথ যেন চুলের তলে তলে।
ভাষ্কর্য পুড়া পুরো গরুর রোস্টটিও
সাজানু হয়েছে আরবের থালাতে।
পালা গান, বাউল গানের পানিয়তে
স্বাদ পাচ্ছে উট খেজুরের।
হারাম হালালের গানে নিষিদ্ধ হচ্ছে পহেলা বৈশাখ!
নিষিদ্ধ হচ্ছে নারী মানবী রূপে।
মরুভূমির নারী মাংস চেতনায় ধর্ষণ বোধে
তেতুল লোভী হচ্ছে চারপাশ।
বালিকার কচি দেহে নিকার সিলে
সুন্নতের তরিকা উঠছে লাফিয়ে পৌরুষ দন্তে।
চারদিকে সবুজ গাছ রূপ নিচ্ছে খেজুর কাটায়..
পায়ের নিচের মাটি বদলে যাচ্ছে বালুর রূপান্তরে।
টুপির ভেতর বালু করেছে প্রবেশ মস্তিস্ক গ্রাসিবারে,,
বয়কট করছে বাঙ্গালি আপনা হতে আপনারে।
ভন্ডামির ধ্বজায় হারামি দেহ হালালের বোরকা পড়ে
হারিয়ে গেছে মুজিব স্বপ্ন বালুর প্রান্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ২৭/০৫/২০১৭দারুন
-
Tanju H ১৯/০৫/২০১৭বাস্তবতার প্রকাশ।অনেক ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৫/২০১৭বাহ্ বেশ কঠিন প্রকাশ।