www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেশি বেশি

কোন এক কথার প্রেক্ষিতে আদরের বোনটা আমায় বলেছিল...
" তুই না একটু বেশি বেশি..."
বাকি কথা গুলো ছিল বাতাসে ভাসা।
বাতাসের নীরবতার মত একেবারেই দৃশ্যহীন,
শূণ্যস্থান পূরণের মত
কোন বালকের কালো শ্লেট থেকে
পেন্সিলে আকা হিজি বিজি অক্ষর গুলো
আমি সেথায় বসিয়ে দিতে পারতাম।
ষাটতম বর্ণমালা আবিষ্কার করেও
অনেক কিছুই লিখে ফেলতে পারতাম।
কিন্তু আমি যে আমি!!!
সর্বত্রই একটু বেশি বেশি।
যখন হাসি!
সমুদ্রের অপাড় ছুয়া তীরের বেগের মত হাসি।
ঊল্লাসে উদযাপনে সাগরের ঢেউও যায় হেরে।
যখন নাচি!
তখণ ভুমিকম্পের তরঙ্গ ও তার গতি যায় ভোলে।
আমার কথার স্রোতে কত হাতি হয়েছে কচুরিফেনা !
তার হিসাব অগণিত।
আমি চাঁদ দেখলে খুব বড় করে দেখি,
জ্যোৎস্না ছুইলে খুব করে ছুই।
খাবার টেবিলটার আয়তনের চেয়েও
আমার উদর বেশি।
বেশি আমার মায়া, মমতা আর ভালবাসা।
বেশি আমার শিশুকাল , বাল্যবেলা আর পাগলামি।
কারন খুব কমই পেয়েছি আমি তা আমার জীবনে..
মা থেকেও জগতে..
খুবই কম যে আছেন মা
আমার সান্নিধ্যে।

সত্যি আমি যে একটু বেশি বেশি..
তাও শিখেছি জীবনের পাওয়া দুঃখগুলো থেকে।
বেশি বেশি কান্না, বেশি বেশি অদৃষ্ট্য , বেশি বেশি যন্ত্রনা..
আমাকে করে দিয়েছে বেশি বেশি সবখানে।

এই দেখ এই খানেও লিখছি বেশি বেশি
আত্ম জ্ঞানে।
ঈস সত্যি আমি বেশি বেশি সবখানে!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৮/০৫/২০১৭
    সুন্দর প্রকাশ।
  • আলম সারওয়ার ১৮/০৫/২০১৭
    খুবই ভালো লাগে ।শুভেচ্ছা জানবেন।
 
Quantcast