নেতা
ডিমের খোলস দেখি জানা কী যায় তার কুসুম?
পানের সবুজ রং হলেও পিক তার হয় কুমকুম।
আজ মাটে ঘাটে পথে হাটে শুনি নেতা দয়াবান;
বাহিরে জলের ফোয়ারা ভেতরে চিতার ময়দান।
জনে জনে , মনে মনে সবাই চলে পাহাড় পায়।
জন্ম হতেই সবাই ভাবে বেশ শক্তি আমার গায়।
এভাবেই চলছে পথ এভাবেই উঠছে দালান
পিপীলিকাও তাই চায় হাতির সম্মান।
বুকে বুকে মুখে মুখে সবাই ভাল হতে চায়,
ভাল হতে গিয়ে আলোর পথ অন্ধকারেই পায়।
তবু ভাল হয় না শুধু এক জীবন কাহিনী
নেতা হতে চেয়ে যে জনতা চিনে নি।
পানিতে পা ডুবালে শরীর শীতল হয়ে যায়
শীতল গায়ের রক্তে যদিও অনল রয়ে যায়।
মন যার কভু ডুবে নি জনতার স্রোতের সাগরে
সে হোক বরফ মন্য তবু দাবানল লাগায় চারদিকে।
পানের সবুজ রং হলেও পিক তার হয় কুমকুম।
আজ মাটে ঘাটে পথে হাটে শুনি নেতা দয়াবান;
বাহিরে জলের ফোয়ারা ভেতরে চিতার ময়দান।
জনে জনে , মনে মনে সবাই চলে পাহাড় পায়।
জন্ম হতেই সবাই ভাবে বেশ শক্তি আমার গায়।
এভাবেই চলছে পথ এভাবেই উঠছে দালান
পিপীলিকাও তাই চায় হাতির সম্মান।
বুকে বুকে মুখে মুখে সবাই ভাল হতে চায়,
ভাল হতে গিয়ে আলোর পথ অন্ধকারেই পায়।
তবু ভাল হয় না শুধু এক জীবন কাহিনী
নেতা হতে চেয়ে যে জনতা চিনে নি।
পানিতে পা ডুবালে শরীর শীতল হয়ে যায়
শীতল গায়ের রক্তে যদিও অনল রয়ে যায়।
মন যার কভু ডুবে নি জনতার স্রোতের সাগরে
সে হোক বরফ মন্য তবু দাবানল লাগায় চারদিকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৫/২০১৭ভালো।
-
আতাম মিঞা ১৫/০৫/২০১৭ইউরেকা !
-
সাঁঝের তারা ১৫/০৫/২০১৭ভাল ...