মূল্যায়নঃ ২১ ( সাপের পেটে হিরের খনি )
- রামবল্লভ দাস
খোলা নীলখামে সেই গন্ধটা আজও পাই ;
বারুদের সোঁদা গন্ধে ভিজে বসন্তের চির উন্মাদনা
শুষে নেয় রক্তের হিমোগ্লোবিন ।।
চোরাবালির নক্সা ব্যস্ত ঢেউ'য়ের নীচে
জরায়ুর নালিকে ফালা-ফালা করেও উন্মত্ত
নবজাতকের কণ্ঠ বাক্ রুদ্ধ ।।
সত্যের আঁতুড় ঘরে ধরাশায়ী হৃদপিণ্ড
শিরায় দাবানলের দগ্ধ দহনে পুড়ছে অবিরত
কলির কেষ্ট-অর্জুন-অভিমুন্য ।।
বিনয় শেখর রুদ্র সাপের পেটে হিরের খনি
খুঁজে পেয়েছেন ; তাই নিয়েই চলছে
পৃথিবীতে গেম সাপ-লুডো ।।
শয়তানি জীবিকাই আজ যখন
একমাত্র উপজীব্য বোধহয় কুয়োর ব্যাঙ
হয়ে থাকাটাই শ্রেয় !!
খোলা নীলখামে সেই গন্ধটা আজও পাই ;
বারুদের সোঁদা গন্ধে ভিজে বসন্তের চির উন্মাদনা
শুষে নেয় রক্তের হিমোগ্লোবিন ।।
চোরাবালির নক্সা ব্যস্ত ঢেউ'য়ের নীচে
জরায়ুর নালিকে ফালা-ফালা করেও উন্মত্ত
নবজাতকের কণ্ঠ বাক্ রুদ্ধ ।।
সত্যের আঁতুড় ঘরে ধরাশায়ী হৃদপিণ্ড
শিরায় দাবানলের দগ্ধ দহনে পুড়ছে অবিরত
কলির কেষ্ট-অর্জুন-অভিমুন্য ।।
বিনয় শেখর রুদ্র সাপের পেটে হিরের খনি
খুঁজে পেয়েছেন ; তাই নিয়েই চলছে
পৃথিবীতে গেম সাপ-লুডো ।।
শয়তানি জীবিকাই আজ যখন
একমাত্র উপজীব্য বোধহয় কুয়োর ব্যাঙ
হয়ে থাকাটাই শ্রেয় !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ০৪/০৯/২০১৪ধন্যবাদ কবি
-
ইমন শরীফ ১২/০৮/২০১৪শয়তানী শক্তির অন্যায়-অবিচারের নীরব প্রতিবাদ। কবি ভাল লেগেছে....
-
পিয়ালী দত্ত ১১/০৮/২০১৪ভাল লাগল কবি...
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১১/০৮/২০১৪sundor
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১১/০৮/২০১৪ভিন্ন ঢং। ভাল।
-
সুলতান মাহমুদ ১১/০৮/২০১৪ভালো লাগল।