www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মূল্যায়নঃ ১৬ ( সর্বনাশের শেষ )

- রামবল্লভ দাস

স্নেহ-মাখা মমতায়
ঘিরে আছে সুখ ;
দুঃখ সুখের মাঝে ।
ভাঙা-গড়ার এই
জীবন খেলায় সুখ
চিরসঙ্গী হয়না যে ।

রংহীন জীবন নিয়ে
কেউ কি কখনও
ছুটতে ভালোবাসে ?
জীবন গড়ার ব্যর্থ
নেশায় ছুটতে গিয়ে
মৃত্যু ধেয়ে আসে !

যখন লালসা ভরা
উগ্র মত্ততায় বন্দি
হয় সংকীর্ণ মন ;
তখন মৃন্ময়ী রূপে
জুড়ালে চোখ ধর্ষিতা
হয় ঘরের মা-বোন !

উলঙ্গ যে মুখোশগুলো
টাকা আর নারী দিয়েই
ঢাকলো এই মহানদেশ
হোক না তাদের কঠিন
সাজা ; মৃত্যু-আদেশ !
হোক না এবার বিশ্রী
সব সর্বনাশের শেষ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রসেনজিৎ রায় ০৭/০৮/২০১৪
    হোক না এবার বিশ্রী
    সব সর্বনাশের শেষ!!

    অনবদ্য একটি কবিতা পরলাম।
    কবির প্রতি শুমকামনা।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৭/০৮/২০১৪
    great
  • সুরজিৎ সী ০৭/০৮/২০১৪
    অনবদ্য
 
Quantcast