www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মূল্যায়নঃ ১৫ ( হাতেখড়ি )

- রামবল্লভ দাস

জানি বোবা পারে না কথা বলতে
অন্ধ পায়না সে দেখতে
কিন্তু নির্বোধ যারা
তাদের বোধ-বুদ্ধি ফেরাবে কারা ?


দেশ দেশ আর দেশ নিয়েই
ছুটছে দেখ মুখের গুলি
যখন ওদের প্রশ্ন করি , মানবতা কি
তখনি যায়গো খুলে ওদের দাঁত কপাটি !


রাজমন্ত্রী মহোদয় পাবেন মালা
এতে আর সন্দেহ কি !
সন্দেহ তো ওখানেই হয়
যখন কেউ পান দেশরত্ন উপাধি !


সীমান্তে লড়ছে লড়ুক বীর সৈনিক
এ আর এমন কি ; এমন ঘটনা ঘটছে তো দৈনিক !
যুদ্ধ শেষে বীরের সম্মান পেলেই তো বেশ ;
তা বলে দিতে হবে কেন দেশরত্ন উপাধি ?


দুগ্ধ-পোষ্য শিশু ওরা ,
হয়নি যে এখনও হাতেখড়ি
তবুও ওরাই আবার ধরায় বিড়ি ;
ওরাই নাকি আবার দেশ-মন্ত্রী !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ০৬/০৮/২০১৪
    সুন্দর একটি লেখা পড়লাম কবি বন্ধু। বেশ মজার।
  • সাইদুর রহমান ০৬/০৮/২০১৪
    চমৎকার লিখেছেন।
    শুভেচ্ছা নিবেন।
  • প্রসেনজিৎ রায় ০৬/০৮/২০১৪
    বাহ্। চমৎকার কবিতা।
  • আবু সঈদ আহমেদ ০৬/০৮/২০১৪
    আচ্ছা, এই সিরিজ এর নাম মূল্যায়ন কেন?
    • রামবল্লভ দাস ০৬/০৮/২০১৪
      আমার "মূল্যায়ন" এর পথ চলার কিছু কথা...

      কিছুটা ক্ষোভ , কিছুটা কৌতূহল , কিছুটা ঘৃণা থেকেই শুরু হয় নিজের মধ্যে এক যুদ্ধ । সব কিছুর প্রতিবাদ চাই , চাই সঠিক রাস্তা , চাই নতুন দিশা...


      একটা প্রশ্ন মাথায় ঘুরছিল অনেক দিন থেকেই , ভাবনা গুলো যদি কবিতায় বেঁধে ফেলা যায় ! তবে কেমন হবে......সেই ভাবনা থেকে "মূল্যায়ন" এর পথ চলা শুরু । বাকিটা তো আপনারা সব জানেন । আপনাদের ভালোবাসা আর প্রেরনা আমাকে "মূল্যায়ন" জগৎ এ বন্দি করেছে । আমি আপনাদের কাছে ঋণী । পাশে থাকুন । ভালোবাসা নেবেন ।

      "মূল্যায়ন" পথ চলা সবে যে শুরু ; এখনও অনেক পথ চলা যে বাকি আছে......ধন্যবাদ ।।


      ( অন্তরঙ্গ বর্ণময় প্রিয় কবি বান্ধবেরা , সুশীল চিন্তার অধিকারী হবার স্বার্থে ও পদদলিত পত্রাঘাতের যথাযথ এবং পরিমার্জিত উত্তর দিতেই আমার এই লেখনী । )
  • সুরজিৎ সী ০৬/০৮/২০১৪
    বাহ্ অসাধারণ একটা দেশাত্মবোধক কবিতা।
    শুভেচ্ছা রইল কবি বন্ধু।
    • রামবল্লভ দাস ০৬/০৮/২০১৪
      আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ।
      • সুরজিৎ সী ০৬/০৮/২০১৪
        স্বাগতম
 
Quantcast