আজ শ্রাবণে
- রামবল্লভ দাস
( ১ )
ঝরঝর শ্রাবণ
টলমল দুনয়নে
প্লাবিত মনন
বিস্মিত চিত্তে
হারিয়ে যায়
কৌতূহলী টানে।
বড্ড ভাবায়
ঝালমলে চকচকে
গালভরা হাসি
জানিনা কবে
ডুব দিয়েছি
নব যৌবনে ।।
( ২ )
সৃষ্টি ছাড়া
বাঁধন হারা
প্রেমের গানে
নতুন প্রানে
পাচ্ছি খুঁজে
বাঁচার মানে
দারুন দিনে
আজ শ্রাবণে ।।
( ১ )
ঝরঝর শ্রাবণ
টলমল দুনয়নে
প্লাবিত মনন
বিস্মিত চিত্তে
হারিয়ে যায়
কৌতূহলী টানে।
বড্ড ভাবায়
ঝালমলে চকচকে
গালভরা হাসি
জানিনা কবে
ডুব দিয়েছি
নব যৌবনে ।।
( ২ )
সৃষ্টি ছাড়া
বাঁধন হারা
প্রেমের গানে
নতুন প্রানে
পাচ্ছি খুঁজে
বাঁচার মানে
দারুন দিনে
আজ শ্রাবণে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৬/০৮/২০১৪valo laglo
-
সুরজিৎ সী ০৬/০৮/২০১৪সুন্দর লেখা