মূল্যায়নঃ ১৪ ( বঙ্গভূমির প্রতিঃ অবরোহী পঞ্চদশী )
- রামবল্লভ দাস
ঐ
নীল
আকাশে
নিবেদিত
করি প্রণাম ।
লক্ষ মানিকের
আলোয় শ্রদ্ধাঞ্জলি
বায়ু-বারি-ও শস্যকে ।
ঝর্ণার জলে স্নাত হোক
আমার জন্মভূমির মাটি ।
ধুয়ে - যাক জননীর চরণ
বনানী ভরে উঠুক ফুল–ফলে ,
মৌমাছি–প্রজাপতি–ফড়িং-চড়ুই
সারি সারি আসুক বঙ্গমায়ের কোলে ,
আমরাও যেন সর্বদা থাকি দুধে-ভাতে ।
ঐ
নীল
আকাশে
নিবেদিত
করি প্রণাম ।
লক্ষ মানিকের
আলোয় শ্রদ্ধাঞ্জলি
বায়ু-বারি-ও শস্যকে ।
ঝর্ণার জলে স্নাত হোক
আমার জন্মভূমির মাটি ।
ধুয়ে - যাক জননীর চরণ
বনানী ভরে উঠুক ফুল–ফলে ,
মৌমাছি–প্রজাপতি–ফড়িং-চড়ুই
সারি সারি আসুক বঙ্গমায়ের কোলে ,
আমরাও যেন সর্বদা থাকি দুধে-ভাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৫/০৮/২০১৪খুব ভাল লাগল...
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৫/০৮/২০১৪অসাধারন!
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৫/০৮/২০১৪Bah Bah Bah Darun