মূল্যায়নঃ ১০ ( সোনা ছেলে )
- রামবল্লভ দাস
সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ?
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।
সবুজ ঐ মাঠের পারে
নাকি ঐ পুকুর পাড়ে ?
ছেলে তো থাকে রাজ্যপাটে !
কি হবে আর কেঁদে কেটে ?
বউমনির থেকো পাশে
সে তোমায় ভালবাসে ।
খোকা তোমার হচ্ছে বড়ো
সেই দিকেতেও খেয়াল রেখো ।
সোনা ছেলে তামাক সেজে
ধরায় চুরুট আগুন জ্বেলে
হাতে তার মালের বোতল
কাটে রাত , রাতপরীর ঘরে ।।
অনাথ শিশু কাদের বলে
সোনা ছেলে ভালোই জানে
রয় তাই চুপটি করে
এমনি করে বছর ঘোরে
মা এখন বিনাশ্রমে
কাটান সময় বৃদ্ধাশ্রমে ,
রোজ তাই মনের মাঝে
সোনার নাতি গড়তে থাকে ।।
বছর পঁচিশ বাদে
দেখা হল মায়ের সাথে ।
নাতি তোমাকেও পাঠালে বুঝি
মা তখন প্রশ্ন করে দারুণ খুশি !
সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ??
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।
সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ?
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।
সবুজ ঐ মাঠের পারে
নাকি ঐ পুকুর পাড়ে ?
ছেলে তো থাকে রাজ্যপাটে !
কি হবে আর কেঁদে কেটে ?
বউমনির থেকো পাশে
সে তোমায় ভালবাসে ।
খোকা তোমার হচ্ছে বড়ো
সেই দিকেতেও খেয়াল রেখো ।
সোনা ছেলে তামাক সেজে
ধরায় চুরুট আগুন জ্বেলে
হাতে তার মালের বোতল
কাটে রাত , রাতপরীর ঘরে ।।
অনাথ শিশু কাদের বলে
সোনা ছেলে ভালোই জানে
রয় তাই চুপটি করে
এমনি করে বছর ঘোরে
মা এখন বিনাশ্রমে
কাটান সময় বৃদ্ধাশ্রমে ,
রোজ তাই মনের মাঝে
সোনার নাতি গড়তে থাকে ।।
বছর পঁচিশ বাদে
দেখা হল মায়ের সাথে ।
নাতি তোমাকেও পাঠালে বুঝি
মা তখন প্রশ্ন করে দারুণ খুশি !
সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ??
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৩/০৮/২০১৪ছন্দে ছন্দে বেশ ভালো লাগলো দাদা।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৮/২০১৪বেশ ভাল,সুন্দর।দাদা ভাল থেকেন।
-
মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪দাদা ফাটিয়ে দিয়েছ। তোমার হাতে ছড়ার জোর আছে। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল
-
মিজান মুজতবা ০১/০৮/২০১৪দারুণ