মূল্যায়নঃ ১১ ( সাড়ে চুয়াত্তর )
- রামবল্লভ দাস
সকাল সকাল বেজে ওঠে রিংটোন ,
দশের পৃথিবীটা সাড়ে আটেই সন্তুষ্ট !
দ্বন্দ্বে পড়ে যায় বিষাদ দু’নয়ন ।
দিকপাল নাগরিক নিয়ে জ্ঞানের ভাণ্ডার
জলন্ত সিগারেটে স্নেহের চুম্বন আর
লোকচর্চায় সারছে পূর্ণ ভোজন ।
দিশাহীন ডুবুরী অথৈ জলের ভিতর
নীড়-হারা পাখির মতন ; বিষাদময় !
তবুও যে ছুটে চলা পৃথিবীটা থামবার নয় ।
এদিকে কাঙাল ভোজন হতে হতে দেশটার
সাড়ে চুয়াত্তর বছর পেরিয়ে গেল !
তবুও সে রুগ্ন-উলঙ্গ-শীর্ণ-জরাজীর্ণ ।
সকাল সকাল বেজে ওঠে রিংটোন ,
দশের পৃথিবীটা সাড়ে আটেই সন্তুষ্ট !
দ্বন্দ্বে পড়ে যায় বিষাদ দু’নয়ন ।
দিকপাল নাগরিক নিয়ে জ্ঞানের ভাণ্ডার
জলন্ত সিগারেটে স্নেহের চুম্বন আর
লোকচর্চায় সারছে পূর্ণ ভোজন ।
দিশাহীন ডুবুরী অথৈ জলের ভিতর
নীড়-হারা পাখির মতন ; বিষাদময় !
তবুও যে ছুটে চলা পৃথিবীটা থামবার নয় ।
এদিকে কাঙাল ভোজন হতে হতে দেশটার
সাড়ে চুয়াত্তর বছর পেরিয়ে গেল !
তবুও সে রুগ্ন-উলঙ্গ-শীর্ণ-জরাজীর্ণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৮/২০১৪বাহ চমৎকার ভাবনা।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৮/২০১৪বেশ ভাল লাগলো।