www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তেলচে প্রেমের ইতিহাস

- রামবল্লভ দাস

কল্লোলিনী মৃন্ময়ী লজ্জাবতী নারী পিয়ালি
স্বামী বেকার, তাই সে সহকারি বুদ্ধিজীবী
তার ঠোঁটে মলায়িন অথচ তীক্ষ্ণ সুমিষ্ট হাসি ,
স্বামী ভালোবেসে নাম দিয়েছে দেবীচৌধুরানী !

পিয়ালি ছিল বাপের একমাত্র আদুরে কন্যা
উনিশ বছর বয়সে রাহুল রায়ের হাত ধরে
বাবা-মায়ের অমতে বাড়ি ছাড়ে ;
তার দু’বছর পর রাহুলের অ্যাকসিডেন্ট !

প্রচুর খরচ হয় ; হয় দেনাও , প্রায় লাখ টাকা
পিয়ালি ভালো কবিতা লিখত , নামডাকও ভালো ছিল
সমর মিত্র , আনন্দ পাবলিকেশনের সম্পাদক
কবিতার ও কবির প্রেমে পড়ে যান ।

আর সেই থেকেই শুরু হয় ,
স্বপ্ন বেচে স্বপ্ন কেনার চোরাবালি !
সমর একটু নির্লজ্জ ছিল তো বটেই
তা না হলে স্বামী-সুখ-পিয়ালিকে......

দশ বছর পরের কথা , আজ পিয়ালি রায়
নামকরা প্রখ্যাত লেখিকা পিয়ালি সমর মিত্র !
আর রাহুল ওদিকে সাদা ক্যানভাসে ,
দেবীচৌধুরানীর অসমাপ্ত ইতিবৃত্ত লেখার চেষ্টা চালায়..
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আসোয়াদ লোদি ১১/০৮/২০১৪
    কবিতায় কাহিনীটাই প্রাধান্য পেয়েছে বেশি ।
  • নীরব আদি ১০/০৮/২০১৪
    কবি once more...
  • ইমন শরীফ ০৮/০৮/২০১৪
    ভাল লাগলো কবি, গল্প-কবিতা মনে হচ্ছে!!!!
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৩/০৮/২০১৪
    sundor
  • বেশ ভাল কবিতাটি। মর্মস্পর্ষী।
  • মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪
    খুব ভাল হয়েছে। তবে আপনার যথরীতি কবিতার মধ্যে এ কবিতাটা একটু দুর্বল মনে হচ্ছে। ভাল থাকবেন
    • রামবল্লভ দাস ০১/০৮/২০১৪
      হ্যাঁ , আপনি ঠিকই ধরেছেন ; আসলে মন ভালো ছিল না , বুঝতে পারছিলাম না কি লিখবো ! তাই যা মাথায় এলো , তাই লিখে দিলাম ।
      পরের বার ভালো লেখার চেষ্টা করবো । ধন্যবাদ । পাশে থাকুন । ভালোবাসা নেবেন ।

      !! শুভরাত্রি !!
  • পিয়ালী দত্ত ৩১/০৭/২০১৪
    খুব ভাল লাগল
  • কোয়েল ৩১/০৭/২০১৪
    গল্পের বিসয়বস্তুটা খুবই বাস্তব এবং উপস্থাপনাটি প্রশংসনীয়।
    • রামবল্লভ দাস ০১/০৮/২০১৪
      ধন্যবাদ কোয়েল । ভালো থাকুন ।
      • কোয়েল ০১/০৮/২০১৪
        আপনিও ভালো থাকুন।
 
Quantcast