খুশির ঈদ ও আচার চোর
- রামবল্লভ দাস
ঐ
পাখি
চুপটি
করে বসে
গাছের ডালে
খাচ্ছে পাকাআম ।
কে
আছে
ওখানে ?
পাকাআম
আয়রে খাবি
মিলে ভাই-বোনে ।
সে
জানে
মায়ের
ঘরে আছে
কাঁচা আমের
মিঠাই-আচার !
ও
মাগো
কি কাণ্ড !
তাড়াতাড়ি
দেখবে এসো
বাবলির কাণ্ড ।
সে
চুরি
করেছে
আমাচার
তোমার বাড়ি
এই ঈদ দিনে।
মা
আমি
বাবলি
আম চোর
হি হি হি হি হি
আমাচার চোর !
ঐ
পাখি
চুপটি
করে বসে
গাছের ডালে
খাচ্ছে পাকাআম ।
কে
আছে
ওখানে ?
পাকাআম
আয়রে খাবি
মিলে ভাই-বোনে ।
সে
জানে
মায়ের
ঘরে আছে
কাঁচা আমের
মিঠাই-আচার !
ও
মাগো
কি কাণ্ড !
তাড়াতাড়ি
দেখবে এসো
বাবলির কাণ্ড ।
সে
চুরি
করেছে
আমাচার
তোমার বাড়ি
এই ঈদ দিনে।
মা
আমি
বাবলি
আম চোর
হি হি হি হি হি
আমাচার চোর !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ৩১/০৭/২০১৪বাহ!!!!
-
পিয়ালী দত্ত ২৯/০৭/২০১৪সুন্দর...
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৯/০৭/২০১৪শুধু ‘কাণ্ড’ শব্দটার কথা বাদ দিলে কবিতাটিতে মাত্রাগত যে দক্ষতার পরিচয় মিলে তা সত্যিই আকর্ষণীয় এবং প্রশংসণীয় !
অলংকার ও মাত্রাগত দিকটি এখন কবিতায় প্রায়ই উপেক্ষা করা হয় । ভাবটিই এখন মূখ্য হয়ে উঠেছে । এতে কবিতার সাবলীলতা এসেছে, গাম্ভীর্যও বৃদ্ধি পেয়েছে- কিন্তু সুখ পাঠ্যতা যে কমেছে তা কিন্তু অস্বীকার করার কোন পথ নেই ! কবির কাছে অনুরোধ, সৃষ্টিকর্তা প্রদত্ত এই মহান দক্ষতাটি কবিতার ন্যায় মহৎ শিল্পে প্রয়োগ করে এর সেবায় নিজেকে নিয়োজিত করুন । এর সুদিনের আগমনের পথকে সুপ্রসারিত করুন ।
সুন্দর সুন্দর আরও কবিতা চাই । ধন্যবাদ আপনাকে । -
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৯/০৭/২০১৪শুধু ‘কাণ্ড’ শব্দটার কথা বাদ দিলে কবিতাটিতে মাত্রাগত যে দক্ষতার পরিচয় মিলে তা সত্যিই আকর্ষণীয় এবং প্রশংসণীয় !
অলংকার ও মাত্রাগত দিকটি এখন কবিতায় প্রায়ই উপেক্ষা করা হয় । ভাবটিই এখন মূখ্য হয়ে উঠেছে । এতে কবিতার সাবলীলতা এসেছে, গাম্ভীর্যও বৃদ্ধি পেয়েছে- কিন্তু সুখ পাঠ্যতা যে কমেছে তা কিন্তু অস্বীকার করার কোন পথ নেই ! কবির কাছে অনুরোধ, সৃষ্টিকর্তা প্রদত্ত এই মহান দক্ষতাটি কবিতার ন্যায় মহৎ শিল্পে প্রয়োগ করে এর সেবায় নিজেকে নিয়োজিত করুন । এর সুদিনের আগমনের পথকে সুপ্রসারিত করুন ।
ধন্যবাদ আপনাক ।