আগামী
পড়া পড়া করবো মোরা
আমরা নই ছোট্টো সোনা
শিখবো যত জানবো তত
হবো একদিন তোমার মতো ।
ফুলের কুঁড়ি ফুটলে পরে
ফুলের সৌরভ যায় ছড়িয়ে ।
শিশির ভেজা ঘাসের ডগায়
শিশির কণা ডিগবাজী খায় ।
ছোট্টো ছোট্টো পথ চলায়
উৎসাহ আর সাহস বাড়ায় ।
বিশ্বপ্রানের দরবারে মোদের চর্চা হয় ,
করবো মোরা বিশ্বজয় !
আমরা নই ছোট্টো সোনা
শিখবো যত জানবো তত
হবো একদিন তোমার মতো ।
ফুলের কুঁড়ি ফুটলে পরে
ফুলের সৌরভ যায় ছড়িয়ে ।
শিশির ভেজা ঘাসের ডগায়
শিশির কণা ডিগবাজী খায় ।
ছোট্টো ছোট্টো পথ চলায়
উৎসাহ আর সাহস বাড়ায় ।
বিশ্বপ্রানের দরবারে মোদের চর্চা হয় ,
করবো মোরা বিশ্বজয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১১/০৭/২০১৪ভাল লাগল...
-
কবি মোঃ ইকবাল ১১/০৭/২০১৪খুব সুন্দর লিখনী। মুগ্ধ হলাম লিখনীতে। শুভেচ্ছা জানবেন কবি।
-
সাইদুর রহমান ১১/০৭/২০১৪চমৎকার কবিতাটি।
বিশ্ব জয় করতে হবেই।
শুভেচ্ছা নিবেন। -
মঞ্জুর হোসেন মৃদুল ১১/০৭/২০১৪বাহ বেশ লাগল।
-
Mahfuza Sultana ১১/০৭/২০১৪করব মোরা বিশ্বজয় ।ভাল লাগলো ।