বঙ্গসন্তান
তিলোত্তমা বঙ্গভূমির উলঙ্গ সন্তান
দুপ্ন’চোখে স্বপ্ন ; ভরা যৌবন
চির অন্ধকারের অমূল্য সম্পদ ।।
তিলোত্তমা বঙ্গভূমির ভদ্র সন্তান
সৌখিনতার মোড়কে চুপিসাড়ে
চালিয়ে যাচ্ছে খুন , করছে ধর্ষণ ।।
তিলোত্তমা বঙ্গভূমির আর এক সন্তান
ছকে বাঁধা জীবনটাকে টানছে আর টানছে ,
যেমন করে ঘুরে চলেছে পৃথিবী বনবন ।।
তিলোত্তমা বঙ্গভূমির তিন সন্তান আজ তিনমুখো
বঙ্গভূমিও নিদারুণ ক্লান্ত ; আর বিশ্বজননী
ভিজে যাওয়া দেবদারুটির মতো নির্বাক
দুপ্ন’চোখে স্বপ্ন ; ভরা যৌবন
চির অন্ধকারের অমূল্য সম্পদ ।।
তিলোত্তমা বঙ্গভূমির ভদ্র সন্তান
সৌখিনতার মোড়কে চুপিসাড়ে
চালিয়ে যাচ্ছে খুন , করছে ধর্ষণ ।।
তিলোত্তমা বঙ্গভূমির আর এক সন্তান
ছকে বাঁধা জীবনটাকে টানছে আর টানছে ,
যেমন করে ঘুরে চলেছে পৃথিবী বনবন ।।
তিলোত্তমা বঙ্গভূমির তিন সন্তান আজ তিনমুখো
বঙ্গভূমিও নিদারুণ ক্লান্ত ; আর বিশ্বজননী
ভিজে যাওয়া দেবদারুটির মতো নির্বাক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালু আলমগীর ০৭/০৭/২০১৪ভাল লাগল বেশ।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪সুন্দর লাগলো কবি।