www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমন্ত্রণ

নিমাই : যন্ত্রণা আঃ কি যন্ত্রণা
কানে কানে কীসের এতো মন্ত্রনা
চারিদিকে কেন এই রটনা ?
বল শুনি বিমল কি এমন ঘটনা ?

বিমল : শ্যামল নাকি
দোকান থেকে দিচ্ছে বাকি !
কেন জানি ,
সে পাল্টে গেছে অনেকখানি ।

নিমাই : কে করাল রাজি ?
কি সর্বনাশ ! চলে যাবে সব ফাঁকি ।
মেয়েটাকে খাওয়াবে কি ? মেয়ের তো হাঁপানি ।
সেকথা এতটুকুও সে ভাবেনি !

বিমল : জমিদার গগন পাণ্ডা ,
মাথাটা মোটেও নয় তার ঠাণ্ডা ।
শুনেছি তিনিও চটেছেন ,
শ্যামলকে ধরে আনতে বলেছেন ।

নিমাই : তাই নাকি , ভাবছি যাওয়ার পথে
যাবো শ্যামলের দোকানের দিকে
দেখি ব্যাটা ,
কি করে বাড়ালো ঝামেলাটা ।

শ্যামল : আরে নিমাই কাকা
যাক বাব্বা , পাওয়া গেল তোমার দেখা
কেমন আছো ? ভালো ?
নাকি গেছে সব চালচুলো ?

নিমাই : চালচুলো সবই আছে
কিন্তু তোর বুদ্ধি সুদ্ধি কি সব গেছে ?
শোন শ্যামল চলে যাবে সব ফাঁকি
দিসনে বাকি , নইলে তুই মরবি ।

শ্যামল : কি আর করবো ?
মরতে হয় মরবো ,
তবুও তো বলতে পারবো
ফাঁকি গেলেও সব , ওদের বাঁচাতে পারবো ।

নিমাই : ভেবে দ্যাখ , তোর বাপের তিরী দোকানটা
এর মধ্যেই কি করেছিস তার হালটা !
চালটা , তেলটা , নুনটা , ঝালটা
নেই তো আর , হচ্ছে ফাঁকাটা ।

শ্যামল : আমি আর এমন কি করেছি ,
বড়ো জোর ওদের দু’টো খেতে দিয়েছি
ওদের পেট কিছুটা তো ভরলো ,
তাতে আমার নাইবা কিছু জুটলো ।

নিমাই : বেশ তোর যা ইচ্ছে তুই তাই কর
মর তুই মর ,
আমাদেরও মার , একটকুও ভাবলিনা ,
কেমন আছে তোর মেয়ে ময়না ?

শ্যামল : কাকা দোহাই তোমার
যা হয় হবে আমার
তুমি বোলোনা বাড়ির কথা ,
পরিবেশ সমাজ আমার বন্ধু , আমার মাতা-পিতা ।

নিমাই : তুই বুঝবিনা , তোর যে কি হল
আমি তা সত্যিই জানিনা ।
তুই ভাবিসনা , আমিও আছি সাথে
তুই পাবি আমাকে পাশে পাশে ।

শ্যামল : জমিদার গগন পাণ্ডা ,
সময় এসেছে সামলে রাখো মুণ্ডুটা ।
আজ আমি আর নই একা
সাথে আছে নিমাই কাকা ।


নিমাই : ওরে শ্যামল , ওরে বিমল ,
আয় ছুটে , যাবো একই সাথে
লড়াই এর মাঠে
পায়ে পায়ে হেঁটে ।

বিমল : মানুষ বড়ো কাঁদছে তুমি
মানুষ হয়ে পাশে দাঁড়াও
মানুষই ফাঁদ পাতছে তুমি
পাখির মতো পাশে দাঁড়াও...

শ্যামল : যায় যাবে প্রাণ
তবুও চেষ্টা করবো আপ্রান
শয়তানের মুখোমুখি দাঁড়াবার ,
শক্তি করবো জোগাড় ।

নিমাই : কালো বাজারি , কালো টাকায়
আর কতদিন ? হয়েছে সময় ,
হিসেবটা বুঝে নেবার ।
সময় হয়েছে মানুষের পাশে দাঁড়াবার ।।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ২৮/০৬/২০১৮
    সুন্দর ।ছন্দে ছন্দে কৌতুক।
  • কৌতুকের মধ্যে কবিতা। তবে বেশ উৎসাহ মূলক। বেশ নীতি আছে...............
  • সালু আলমগীর ০৭/০৭/২০১৪
    খুব মজা পেলাম।
  • কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪
    মজা পেলাম বেশ।।।।।।।
    • রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪
      ধন্যবাদ...পাশে থাকুন ।।
  • রাধাশ্যাম জানা ০৩/০৭/২০১৪
    চমত্কার...
  • বাহ্ ! কী অসাধারন একটি লেখা পড়লাম, সত্যিই তো মানুষইতে মানুষের পাশে দাঁড়াবে.....
    • রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪
      হ্যাঁ , সে তো দাঁড়াতেই হবে ।। যা দিনকাল পড়েছে ।।
      • ভালো লাগল বেশ, ভালো থাকুন-ভালো লিখুন।
  • দীপঙ্কর বেরা ০৩/০৭/২০১৪
    দারুন দারুন
    অন্য ভাবনায় লেখা
    খুব ভাল লাগল
 
Quantcast