হার না মানা হার
(১)
ভিজে পাশবালিসে নোনতা স্বপ্ন
একাকীত্বের পৃথিবীতে আশ্রুহিন ক্রন্দন
মায়াবী মুগ্ধতায় স্তব্ধ ।
লেলিহান লোলুপ দৃষ্টির আগ্নিবর্ষণ
লালগোলা সূর্যের মতো কোমল
অথচ খাঁক করে দেবে পুড়িয়ে ।।
(২)
লোহা কাটা হাতের জোশ
পেটের টানে ওঠে – নামে ;
তবুও তো বুদ্ধপূর্ণিমার পূর্ণ জোৎস্না
চেরা তালপাতার ফাঁক দিয়ে ওকে চুমু খায় ।
স্বপ্ন ভেঙে শুরু হয় আর এক সকাল ;
দিনের প্রথম আলোয় চিকচিক করে ওঠে বিন্দু বিন্দু ঘাম ।।
ভিজে পাশবালিসে নোনতা স্বপ্ন
একাকীত্বের পৃথিবীতে আশ্রুহিন ক্রন্দন
মায়াবী মুগ্ধতায় স্তব্ধ ।
লেলিহান লোলুপ দৃষ্টির আগ্নিবর্ষণ
লালগোলা সূর্যের মতো কোমল
অথচ খাঁক করে দেবে পুড়িয়ে ।।
(২)
লোহা কাটা হাতের জোশ
পেটের টানে ওঠে – নামে ;
তবুও তো বুদ্ধপূর্ণিমার পূর্ণ জোৎস্না
চেরা তালপাতার ফাঁক দিয়ে ওকে চুমু খায় ।
স্বপ্ন ভেঙে শুরু হয় আর এক সকাল ;
দিনের প্রথম আলোয় চিকচিক করে ওঠে বিন্দু বিন্দু ঘাম ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০২/০৭/২০১৪দুটোই ভালো লেগেছে, তবে প্রথমটা বেশী ভালো....
-
কবি মোঃ ইকবাল ২৯/০৬/২০১৪চমৎকার লিখেছেন দাদা। ভালো লাগা রেখে গেলাম।
-
আবু সাহেদ সরকার ২৯/০৬/২০১৪অসাধারণ একটি প্রকাশ। বেশ লাগলো কবি।