খুনী চাঁদ
।।আমি জানি,সেই
রাতের পর তোমার
ঠিকানার পরিবর্তন
হয়েছে।
যেমন নীল কাগজে
লাল বর্ণ গুলো বিষাদ
ময় লাগে।
আমি অগনিত
অপেক্ষায় থেকেছি,
তারাদের খোলসে
লুকিয়ে কিছু মুক্তো---
চাঁদের কঙ্কাল;
সমান্তরালে তুমি খুনী
চাঁদ।।
রাতের পর তোমার
ঠিকানার পরিবর্তন
হয়েছে।
যেমন নীল কাগজে
লাল বর্ণ গুলো বিষাদ
ময় লাগে।
আমি অগনিত
অপেক্ষায় থেকেছি,
তারাদের খোলসে
লুকিয়ে কিছু মুক্তো---
চাঁদের কঙ্কাল;
সমান্তরালে তুমি খুনী
চাঁদ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০১/১২/২০১৬সুন্দর
-
মলয় ঘটক ২৩/১০/২০১৬Valo laglo
-
সোলাইমান ২৩/১০/২০১৬খুব সুন্দর কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০১৬নামটি বেশ সুন্দর হয়েছে।