আজব প্রাণী
মানুষ "আজব প্রাণী" সেই পুরনো কথা।তবুও আবার নতুন করে বলি "একদিকে
"হরিণ বাঁচাবো","বাঁচাবো" বলে শ্লোগান দেই।অপরদিকে আবার বাঘের কানে হরিণের গোস্তের স্বাদের বার্তা ঠিকানাসহ পৌঁছে দেই।আবার হরিণকেও বলি "তুমি স্বাধীনভাবে ঘুরো"।
#_পুরনো_ধ্বনি_নতুন_করে_উচ্চারণের_রহস্য_।
"হরিণ বাঁচাবো","বাঁচাবো" বলে শ্লোগান দেই।অপরদিকে আবার বাঘের কানে হরিণের গোস্তের স্বাদের বার্তা ঠিকানাসহ পৌঁছে দেই।আবার হরিণকেও বলি "তুমি স্বাধীনভাবে ঘুরো"।
#_পুরনো_ধ্বনি_নতুন_করে_উচ্চারণের_রহস্য_।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১০/১১/২০১৬অসাধারন
-
আফরিনা নাজনীন মিলি ০৬/১১/২০১৬ঠিক বলেছেন। Double Standard Character আর কি! এটাইতো বর্তমানের ভয়াবহ সমস্যা। চোরকে বল চুরি করতে সাধুকে বল ধর।
-
প্রবাল ০৩/১০/২০১৬বেশ
-
সোলাইমান ২৩/০৯/২০১৬বেশ তো।
-
আব্দুল হক ২৩/০৯/২০১৬বেশ ছোট