www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব চলাচল

শ্যামল ছায়ায় মৃদু-মন্দ বাতাস
মেখে গাত্রে
একলা পথে হেঁটে যাই আমি
নীরবে-নিভৃতে ।

এ যেন মেঠোপথ জীবনের !
কত সখ্য হয় সময়ের সাথে
তবু ছিঁড়ে যায় বাঁধন
সময়ের স্রোতপ্রবাহে ।

স্মৃতিরা উঁকিঝুকি দেয়,
হিয়ার গভীরে গুমরে ওঠে হাহাকার
কষ্টগুলো দেয় মেঘের গর্জন,
সুখের আশাগুলো বিজলী হয়ে চমকায়
তবু চলতে থাকি একলা আমি
নীরবে-নিভৃতে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩
    ভালোই হয়েছে।
  • ভাই চলে এলাম!! তবে একটু দেরি হলো।ভালো ই তো লিখেন আপনি।খুব ভালো লাগলো।দোয়া রাখবেন।ধন্যবাদ।
  • বাস্তবতা এমন ই হয়
  • কবি আপনার ব্লগে শুধু ঢুঁ মারা কেনো একেবারে ডুব দিয়ে থাকব। এই তো ঝাপ দিয়ে পড়লাম। সুন্দর কবিতা উপহার দেওয়ায় কবিকে সালাম।
  • সহিদুল হক ০১/১০/২০১৩
    বাঃ চমৎকার।
    মৃধু > মৃদু
    হেটে > হেঁটে
    ছিড়ে । ছিঁড়ে
    স্মৃতী > স্মৃতি,বানানগুলো সম্পাদনা করে নিও।
    উকিজুকি >উঁকিঝুঁকি
    • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
      অসংখ ধন্যবাদ দাদা, বানান ভূলের বাতিক আমার! এভাবে প্রুফ করে দিলেইত কৃতার্থ!
  • মুকিত ০১/১০/২০১৩
    কষ্ট্গুলো দেয় মেঘের গর্জন......ভাল লাগলো।
  • স্বাতী বিশ্বাস ০১/১০/২০১৩
    খুব ভালো লাগলো। শব্দ চয়ন ভাল। সময়ের সাথে চলা জীবনের ওঠা পড়া। এই তো জীবন।
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    সময়ের পাতায় ফিরে দেখা....... তবু চলতেই হবে...

    অনবদ্য লাগলো
 
Quantcast