অর্বাচীন
বেলা পড়ে এসেছে
শেষ হয়েছে একটা উদ্ভট পাগলামির গল্প,
অর্বাচীন আমি হাটতে হাটতে বহুদুর চলে যাই,
রক্তিম সূর্য আছে দিগন্ত রেখায় মিশে
সমস্ত পশ্চিমাকাশ জুড়ে ছড়িয়ে আছে লালিমা,
আকাশে পাখিরা উড়ে যাচ্ছে গন্তব্যনীড়ে,
ফুটে আছে ঘাসফুল জোনাকির মত,
অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন চেতনার শৃঙ্খল ছিড়ে ।।
অন্তরে নিঃশব্দ কাব্যগহন আর
ব্যঞ্জনাময় আবেগের উঁকিঝুকি
তবু অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন
চেতনার শৃঙ্খল ছিড়ে...
১৩.৪.১৩
শেষ হয়েছে একটা উদ্ভট পাগলামির গল্প,
অর্বাচীন আমি হাটতে হাটতে বহুদুর চলে যাই,
রক্তিম সূর্য আছে দিগন্ত রেখায় মিশে
সমস্ত পশ্চিমাকাশ জুড়ে ছড়িয়ে আছে লালিমা,
আকাশে পাখিরা উড়ে যাচ্ছে গন্তব্যনীড়ে,
ফুটে আছে ঘাসফুল জোনাকির মত,
অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন চেতনার শৃঙ্খল ছিড়ে ।।
অন্তরে নিঃশব্দ কাব্যগহন আর
ব্যঞ্জনাময় আবেগের উঁকিঝুকি
তবু অর্বাচীন আমি হাঁটতে হাঁটতে বহুদূর চলে যাই; চলে যাই জীবন
চেতনার শৃঙ্খল ছিড়ে...
১৩.৪.১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুন নাহার ২৯/০৯/২০১৩অনেক ভাল লাগলো নির্ঝর । শুভকামনা রইল ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩জানি এভাবে হাঁটতে থাকলে
একদিন এখানেই ফিরতে হবে
অর্বাচীন আমি গোলাকার পৃথিবীতে
এভাবেই হেঁটে যেতে হবে
খুব সুন্দর হয়েছে -
সহিদুল হক ২৯/০৯/২০১৩জীবনচেতনার শৃঙ্খ্ল ছেড়ে চলে যান কবি।বেশ ভাল।
শেষ বাক্যে বহুর পরে দূর হবে বোধ হয়। -
אולי כולנו טועים ২৯/০৯/২০১৩khubi sundor ...!!
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩--খুব ভালো লাগা কথামালা--
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩হাটতে হাটতে আমরা চলে যাই অনেক দুর, অতপর সময়ের ঘড়ি পথের শেষ ঠিকানাটা দেখিয়ে দেয়। এই তো জীবন।
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩চেতনার শৃঙ্খল কী এত সহজেই ছেড়া যায় !!
অনবদ্য লাগলো