www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হটাৎ হঠাৎ চিন্তনে আসা বিচ্ছিন্ন কিছু কাব্যকথন

সীমানা পেরিয়ে যখন এসেছি বৈকি
তখন পৌছে যাবোই--
অস্তাগামী সূর্য আমায় থামিয়ে দিতে পারবে না,
আমি পৌঁছে যাবো দিগন্তের শেষ প্রান্তে ।।
***
অথৈ প্রবাহতো শেষ হয়ে গেল
তবু আমি কেন হইনি বিধৌত,
শুন্য উদ্যানে পড়ে আছি একলা আমি ।।
***
তবু থামবেনা আমার মানবগাড়ি
ঘুর্ণিত চাকায় প্রবাহিত হবে সময়
আমি ভেসে যাবো স্রোতে
কখনোবা আকড়ে ধরব
শক্ত কোন রজ্জু-
যা আমাকে অবকাশ দিবে
একটিবার পেছন ফিরে তাকাবার;
আলাদা করে নিজকে চিনবার ।।
***
দ্বার খোলা আছে বৈকি !
ঢুকে পড়লেই তো হয়-
তা তোমার কিসের এত ভয় ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ একটি কবিতা রাজু ভাই
  • হুম,তবু থামবে না মানব গাড়ি
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    সহিদুল ভাইয়ার সাথে একমত ।
  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    তবু থামবে না আমার মানব গাড়ি'--জীবনের নামই হল চরৈবতি,থামলেই মৃত্যু।--বিচ্ছিন্ন ভাবনার মধ্যে এটাই সার কথা।
    • নির্ঝর রাজু ২৬/০৯/২০১৩
      দাদা, একদম অনিবার্য!
      • সহিদুল হক ২৬/০৯/২০১৩
        স্বাগতম আমার ব্লগে।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    বেশ লাগলো টুকরো চরণগুলো
 
Quantcast