হেঁটে যাই বহুদুর
আস্থা হারানো পৃথিবীর মূলে
কুঠার মারি অবিরত
জোয়ার এসেছে নদে
আমি ভেসে যাবো স্রোতে ।।
চড়ুই পাখি বসে আছে বৃক্ষচুড়ায়
আমি টোকাই ঝড়ে পরা
কৃষ্ণচুড়া ফুল,
নুড়ি-কাকড় বিছানো পথে
আমি হেঁটে যাই বহুদূর ।
সন্ধ্যা লালীমা ছড়িয়ে আছে দিগন্তে
আমি অতিক্রম করব দিগন্তের সীমানা
নতুন এক সূর্যদয়ের আশায়,
যেথা থেকে ভেসে আসে
নবজীবনের সুর ।।
৩.২.১৩
কুঠার মারি অবিরত
জোয়ার এসেছে নদে
আমি ভেসে যাবো স্রোতে ।।
চড়ুই পাখি বসে আছে বৃক্ষচুড়ায়
আমি টোকাই ঝড়ে পরা
কৃষ্ণচুড়া ফুল,
নুড়ি-কাকড় বিছানো পথে
আমি হেঁটে যাই বহুদূর ।
সন্ধ্যা লালীমা ছড়িয়ে আছে দিগন্তে
আমি অতিক্রম করব দিগন্তের সীমানা
নতুন এক সূর্যদয়ের আশায়,
যেথা থেকে ভেসে আসে
নবজীবনের সুর ।।
৩.২.১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঠিকানাহীন কবি রাজু ০১/১০/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৮/০৯/২০১৩নবজীবনই যেন পান কবিতার মাঝে এই কামনা
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩শেষ ৫ লাইন সব থেকে দারুন লেগেছে
-
ওয়াহিদ ২৪/০৯/২০১৩Valo laglo ,Aro Valo Likhte Hobe ....
মুলে > মূলে
সুর্য > সূর্য
জড়ে পরা > ঝরে পরা
বেছানো > বিছানো