শান্তির পতাকা উড়িয়ে
আজ বিশ্বে চলছে অনাহারি মানুষদের প্রতি অবিচার
আমরা প্রতিহিংসার আগুনে পুড়ে মরছি অনিরবার।
নির্যাতন অত্যাচার প্রতিনিহত শুনতে পাই তন্দ্রার ভিতর
কষ্টের বালি চড়ে লোকিয়ে কাঁদি সাড়া নিশিদিন।
হত্যা করতেছে আমার ভাই বোনদেরকে কঠিন হাঁরে
মায়ের বুক থেকে কেঁড়ে নিচ্ছে নিষ্পাপ শিশুদেরকে।
আঁচল নিয়ে টানা হেঁচড়া করতেছে নারীদের অবিরত
বেঈমান কাফেরেরা শুঁকুনের মত চিবিয়ে খাচ্ছে মানচিত্র।
স্টিমরোলার চালাচ্ছে গরীবের বুকে হানা দিচ্ছে প্রতিনিহত
পথে প্রান্তরে নারীদের কে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে।
আজ ঘুমিয়ে আছে বুদ্ধিজীবিরা মাটির গুহার মাঝে
কোথায় তোমাদের হুঙ্কারের জয়ধ্বনি লেখনীর শক্তি।
জাগো স্বপ্ন দেখিওনা আর শান্তির মশাল জ্বালাও
শুত্রুদের সীমান্তে শান্তির পতাকা উড়িয়ে ধ্বংস করে দাও।
হে শান্তি বাহিনী গর্জে ওঠো তাদের বিরদ্ধে
যারা রক্ত পাণ করে রাতের আঁধারে গুপ্তচর হয়ে।
শক্তি যোগাও বলতে পারো কবি নজরুলের বিদ্রোহী কবিতা
বল বীর উন্নত মম শির জাগবে আশার আলো ।
আমরা প্রতিহিংসার আগুনে পুড়ে মরছি অনিরবার।
নির্যাতন অত্যাচার প্রতিনিহত শুনতে পাই তন্দ্রার ভিতর
কষ্টের বালি চড়ে লোকিয়ে কাঁদি সাড়া নিশিদিন।
হত্যা করতেছে আমার ভাই বোনদেরকে কঠিন হাঁরে
মায়ের বুক থেকে কেঁড়ে নিচ্ছে নিষ্পাপ শিশুদেরকে।
আঁচল নিয়ে টানা হেঁচড়া করতেছে নারীদের অবিরত
বেঈমান কাফেরেরা শুঁকুনের মত চিবিয়ে খাচ্ছে মানচিত্র।
স্টিমরোলার চালাচ্ছে গরীবের বুকে হানা দিচ্ছে প্রতিনিহত
পথে প্রান্তরে নারীদের কে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে।
আজ ঘুমিয়ে আছে বুদ্ধিজীবিরা মাটির গুহার মাঝে
কোথায় তোমাদের হুঙ্কারের জয়ধ্বনি লেখনীর শক্তি।
জাগো স্বপ্ন দেখিওনা আর শান্তির মশাল জ্বালাও
শুত্রুদের সীমান্তে শান্তির পতাকা উড়িয়ে ধ্বংস করে দাও।
হে শান্তি বাহিনী গর্জে ওঠো তাদের বিরদ্ধে
যারা রক্ত পাণ করে রাতের আঁধারে গুপ্তচর হয়ে।
শক্তি যোগাও বলতে পারো কবি নজরুলের বিদ্রোহী কবিতা
বল বীর উন্নত মম শির জাগবে আশার আলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৫/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন কবি। শুভ কামনা রইলো।।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৫/০৭/২০১৪বাহ বেশ ভাল লাগল।
-
মাহমুদ নাহিদ ১৫/০৭/২০১৪kub valo laglo..