সমুদ্রের কালো স্রোতে
হারিয়ে গেছে জীবন থেকে অনেক আশ্রু মালা
কতো নদী সাগর।
নিভে গেছে নানান রঙের প্রদীপ জ্বলে না আর
কোন স্থানে জলের কোনে।
অনেক কিছু লোকিয়েছি বর্ষার ভর দুপরে
নির্জনতার গহীন বনে।
স্বপ্ন ছিল বিশাল চলে গেছে অদূর আকাশে
নীলাভ মেঘের আড়ালে।
বুকের মধ্যে ভালোবাসা ছিল অধীর ভরা
হারিয়েছি বহুকাল আগে।
আমার মধ্য থেকে অনেক কিছু হারিয়ে গেছে
আমি তা বুঝতে পারি না।
সমুদ্রের কালো স্রোতে গোপনে কবর দিয়েছি
অতল নিম্ন স্তরে।
খুঁজে পাওয়া যাবে না সেই খান থেকে...
কতো নদী সাগর।
নিভে গেছে নানান রঙের প্রদীপ জ্বলে না আর
কোন স্থানে জলের কোনে।
অনেক কিছু লোকিয়েছি বর্ষার ভর দুপরে
নির্জনতার গহীন বনে।
স্বপ্ন ছিল বিশাল চলে গেছে অদূর আকাশে
নীলাভ মেঘের আড়ালে।
বুকের মধ্যে ভালোবাসা ছিল অধীর ভরা
হারিয়েছি বহুকাল আগে।
আমার মধ্য থেকে অনেক কিছু হারিয়ে গেছে
আমি তা বুঝতে পারি না।
সমুদ্রের কালো স্রোতে গোপনে কবর দিয়েছি
অতল নিম্ন স্তরে।
খুঁজে পাওয়া যাবে না সেই খান থেকে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ১৫/০৭/২০১৪thanx...all
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন কবি। শুভ কামনা রইলো।।
-
মল্লিকা রায় ১৪/০৭/২০১৪অসাধারণ কাব্যিক ধাঁচ---মুগ্ধ হলাম।
-
সাইদুর রহমান ১৪/০৭/২০১৪চমৎকার কাব্য। সাবলীল।
-
রামবল্লভ দাস ১৪/০৭/২০১৪ভালো লাগলো সমুদ্রের কালো স্রোত ।