কবিতা আজ ছন্দ হারা
ভালো লাগেনা আমার,জানি না কেনো
শুধু তোমার জন্যে।
ভালো লাগেনা আমার, কোনো খানে যেন
একমাত্র তোর জন্য।
ঘুম আসেনা কেনো,জানিস তুই কখনো
তুমি কি বোঝো।
চোখের কোনে জল, কেনো আসে বল
বলতে পারবি আমায়।
লোকিয়ে কাঁদি আমি, গোপনে নিবিড় অন্ধকারে
তুই কি বলতে পারবি।
একলা হাঁটি আঁধারে, তুমি বল আমারে
জানি বলতে পারবিনা।
স্বপ্নে বিবর থাকি, তোর বিহনের ছলনায়
কেনো থাকি একা।
বিরহের মালা গেঁথেছি, তুকে দিবো বলে
নীবি আমার কাছ থেকে।
ছন্দ ছাড়া জীবন,শুধু তোমার জন্যে
আমাকে তুমি বল।
কবিতা আজ ছন্দ হারা, তোর কারণে
তুই বল।
কেনো আমার ভালো লাগেনা,তুই জানিস
তাই আমি বনের গুহায়ে রাত কাঁটাই একলা একলা।
শুধু তোমার জন্যে।
ভালো লাগেনা আমার, কোনো খানে যেন
একমাত্র তোর জন্য।
ঘুম আসেনা কেনো,জানিস তুই কখনো
তুমি কি বোঝো।
চোখের কোনে জল, কেনো আসে বল
বলতে পারবি আমায়।
লোকিয়ে কাঁদি আমি, গোপনে নিবিড় অন্ধকারে
তুই কি বলতে পারবি।
একলা হাঁটি আঁধারে, তুমি বল আমারে
জানি বলতে পারবিনা।
স্বপ্নে বিবর থাকি, তোর বিহনের ছলনায়
কেনো থাকি একা।
বিরহের মালা গেঁথেছি, তুকে দিবো বলে
নীবি আমার কাছ থেকে।
ছন্দ ছাড়া জীবন,শুধু তোমার জন্যে
আমাকে তুমি বল।
কবিতা আজ ছন্দ হারা, তোর কারণে
তুই বল।
কেনো আমার ভালো লাগেনা,তুই জানিস
তাই আমি বনের গুহায়ে রাত কাঁটাই একলা একলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ০৮/০৭/২০১৪thanx...all
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪সুন্দর !!
-
রামবল্লভ দাস ০৭/০৭/২০১৪দারুণ হয়েছে ।।
-
Mahfuza Sultana ০৭/০৭/২০১৪বাহ ! ভাল হয়েছে ।পাতায় আমন্ত্রণরইল ।
-
ভ্রান্ত পথিক ০৭/০৭/২০১৪আহ! বিরহে বেদনা , যেন পিছু ছাডেনা! সুন্দর হয়েছে কবি বন্ধু
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্ চমৎকার লিখেছেন কবি। ভালো থাকুন নিরন্তর।