www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের জলে ভাসাই তরী

চোখের জলে ভাসাই তরী নীল দরিয়ার মাঝে
পাড়ি দিবো অকূল সাগর মাঝি মাল্লা বীণে।
এই কূল ঐ কূল এর মধ্যে বাস করি একাকী
কোন পথে যাবো কোন গগনের তাঁরার খুঁজে।

কষ্টের জলে ভাসে নদীর মাঝে পাল উড়িয়ে
ছুটে চলেছি অজানা দিগন্তের কুয়াশা ভরা আঁধারে।
জানিনা কোথায় থামবে মোর তরীখানি সন্ধ্যার লগ্নে
বসে অপেক্ষার প্রহর গুনি কবে ধরা দিবে।

শীতল হৃদয়ের আকাশে সব কিছুর বেড়াজাল পেরিয়ে
ভাটিয়ালীর গান গেয়ে ওঠবে নৌকার সাথী সকল।
নীলাভ চাঁদের আলোয়ে রেখায় জেগে থাকবে নিশিভোর
সাঁতার কাটবো ঢেউয়ের ছলে অঝোর বাতাসের সনে।

পূর্ব আকাশে উদ্ভাসিত রবির মায়া ঝোড়ানো কিরণে
দূর দূরান্ত হতে ভেসে আসবে মধুর আযানের ধ্বনি।
জাগবে তরী চড়ের বুকে থামবে কান্নার আহাজারি
শান্তি হবে মোর প্রাণ সকল আমরা সকলের ত্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৪

মন্তব্যসমূহ

 
Quantcast