www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু করতে পারবো না

কবিতা লিখতে পারবো না, যদি তুমি না আসো
গান লিখতে পারবো না, যদি না হাসো।
উপন্যাস লিখতে পারবো না, হাতে হাত না রাখলে
গল্প লিখতে পারবো না, যদি তোমাকে দেখতে না পেলে।

বাউণ্ডুলি লিখতে পারবো না, তোমার কালো চুল না দেখলে
গদ্য লিখতে পারবো না, তোমার লাল লাল ঠোঁট না দেখলে।
পাণ্ড্যলিপি লিখতে পারবো না, তোমার চোখের পলক না পড়লে
কৌতুক লিখতে পারব না, যদি না ভালবাসলে।

ছড়া লিখতে পারবো না, যদি কাছে না আসলে
সংগীতের চরণ লিখতে পারবো না, একদিন কথা না বল।
ইতিহাস লিখতে পারবো না, যদি আদর না করো
তোমাকে ছাড়া কিছু করতে পারবো না আমি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৪

মন্তব্যসমূহ

  • রাখাল ০৫/১০/২০১৪
    সে যদি আসে, তবে কিছুই লিখতে পারবেননা।
    তারচেয়ে দূরে আছে সেই ভালো, লিখেছেন ।
    স্বয়ং কবিতা যদি কবির কাছে আসে তবে কবির আর লেখার প্রয়োজন কী!

    ভাল লাগলো ।
  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    বাহ্! খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
  • সাইদুর রহমান ০৬/০৭/২০১৪
    তাকে কিছুই পারবেন না কেন ?
    যে কবিতা পড়লাম, তাকে ছাড়াই
    তো লিখেছেন। ধন্যবাদ।
  • কিছুই করতে পারবেননা তাকে ছাড়া! একেই বলে পরজীবী মানুষ,,,,,
    কবিতা ভালো হয়েছে, তবে বানানগুলোর দিকে আর একটু নজর দিলে ভালো হত।
  • এইচ রহমান ০৬/০৭/২০১৪
    thanx..all
  • রাধাশ্যাম জানা ০৫/০৭/২০১৪
    Darun lagolo,apnar chhondomoy kobita porhe...!osonkho valobasa neben
  • ভ্রান্ত পথিক ০৫/০৭/২০১৪
    বাহ ! সবার-ই এক জন এমনি আছে কি !!
  • মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
    বাহ...! চমৎকার উপস্থাপনা। বাক্যে ছন্দ্ নির্ভর কবিতা লিখা সহজ ব্যাপার নয়। আপনি কত সহজে ১২ লাইনের কবিতায় অনেক বিষয় তুলে ধরেছেন। সত্যিই মুগ্ধ হলাম, আপনার কবিতা পড়ে। শুভেচ্ছা নিবেন। আর আপনাকে একটি সুখবর দেন। তা হল আজই আমার আইডি ওপেন করলাম। আর আপনার কবিতা প্রথম পড়লাম। আপনি আমার প্রথম বন্ধু.............পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ
 
Quantcast