www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি কলাম লিখতে

বোঝাতে পারিনা বিষম মরম বেদনার ছবি
কান্নাতে মোর বৃষ্টি ঝড়ে।
বলতে পারিনা কাউকে একা কাঁদি গোপনে
শোণাতে পারিনা কষ্টের প্রহর।
বোঝাতে পারিনা কেন আড়াল হয়ে থাকি
অন্ধকারের কালো দীপ্ত শিখায়।
বলতে পারিনা সেই অতীত দুঃখের কাহিনী
কারো কাছে নিভৃতে যতনে।
বোঝাতে পারিনা হারিয়ে যাওয়ার ভালবাসার কথা
কেনো এমন হয় হৃদয়ে।
বলতে পারিনা হিয়ার ভিতরের ঘুমন্ত প্রেম
কাউকে শোণাতে পারিনা আমি।
বোঝাতে পারিনা বিরহ গাঁথার পুষ্প মালা
কেনো পড়াতে পারিনা গলায়।
বলতে পারিনা স্বপ্নে আসা ঐ রূপসীর ছন্দ কথা
কারো সময় নেই বোঝার।
বোঝাতে পারিনা মেঘলা দিনের গানের সুর
গাইতে পারিনা কারো সাথে।
লিখতে পারিনা এক টুকরো কবিতার ছন্দ
আবৃতি করতে পারিনা।
কেনো পারিনা আমি একটি কলাম লিখতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৪

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪
    বাহ্! অসাধারন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
  • Mahfuza Sultana ০৪/০৭/২০১৪
    ভাল লাগলো অনেক বেশি
  • আবু সাহেদ সরকার ০৪/০৭/২০১৪
    ভাবনাময় প্রকাশ, সুন্দর লাগলো কবি বন্ধু।
  • রামবল্লভ দাস ০৪/০৭/২০১৪
    বড্ড সাদামাটা হয়ে গেলেও ভালো লাগলো ।।
 
Quantcast