এইচ রহমান
এইচ রহমান-এর ব্লগ
-
অনেক বছর পেরিয়ে গেলো চোখের জলে
যুদ্ধ হয়েছিল বহুদিন আগে বাংলার মাটিতে।
সোনার বাংলা গড়বো বলে রক্তের বিনিময়ে
জীবন দিয়েছিল সালাম বরকত রফিক জব্বর। [বিস্তারিত] -
আজ বিশ্বে চলছে অনাহারি মানুষদের প্রতি অবিচার
আমরা প্রতিহিংসার আগুনে পুড়ে মরছি অনিরবার।
নির্যাতন অত্যাচার প্রতিনিহত শুনতে পাই তন্দ্রার ভিতর
কষ্টের বালি চড়ে লোকিয়ে কাঁদি সাড়া নিশিদিন। [বিস্তারিত] -
হারিয়ে গেছে জীবন থেকে অনেক আশ্রু মালা
কতো নদী সাগর।
নিভে গেছে নানান রঙের প্রদীপ জ্বলে না আর
কোন স্থানে জলের কোনে। [বিস্তারিত] -
রাতের নির্ঘুম প্রহরে বসে আছি নির্জনে
খুব একা হয়ে ভাবী যখন আমি থাকবো না।
উতলা ঘুমের ঘরে স্বপ্নে দেখি ভয়াবহতার ফল
চমকে ওঠে কাতরাতে থাকি বিষম বেদনার তীরে। [বিস্তারিত] -
ভালো লাগেনা আমার,জানি না কেনো
শুধু তোমার জন্যে।
ভালো লাগেনা আমার, কোনো খানে যেন
একমাত্র তোর জন্য। [বিস্তারিত] -
চোখের জলে ভাসাই তরী নীল দরিয়ার মাঝে
পাড়ি দিবো অকূল সাগর মাঝি মাল্লা বীণে।
এই কূল ঐ কূল এর মধ্যে বাস করি একাকী
কোন পথে যাবো কোন গগনের তাঁরার খুঁজে। [বিস্তারিত] -
কবিতা লিখতে পারবো না, যদি তুমি না আসো
গান লিখতে পারবো না, যদি না হাসো।
উপন্যাস লিখতে পারবো না, হাতে হাত না রাখলে
গল্প লিখতে পারবো না, যদি তোমাকে দেখতে না পেলে। [বিস্তারিত] -
ছন্দ ছাড়া অজানা বসুধা বক্ষে একলা আমি
নিখিলের তরে প্রাতের ত্রিভূবনে উস্ষ্ণ শিশিরে।
জেগে থাকা ভোর বিহনে রাখাল ছেলের বাঁশি
প্রভাত ফেরী যায় লুঠিয়ে বট তলার ছায়াতে। [বিস্তারিত] -
বোঝাতে পারিনা বিষম মরম বেদনার ছবি
কান্নাতে মোর বৃষ্টি ঝড়ে।
বলতে পারিনা কাউকে একা কাঁদি গোপনে
শোণাতে পারিনা কষ্টের প্রহর। [বিস্তারিত] -
একদিন আমি বৃদ্ধের ন্যায় লুঠিয়ে পড়বো
বয়সের ভারে এই দেহও প্রাণ ক্ষয়ে যাবে।
মুছে যাবে সকল বেদনার ক্রন্দন রোল
একা হয়ে যখন শীতল পাটিতে জড়াবো। [বিস্তারিত]