www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়তমা

হে আমার প্রিয়তমা, নহে তুমি শুধু একজন নারী,
কখনো তুমি চাদের মত সুন্দর এক পরী।
তোমার মাঝে রাগ নেই, আছে শুধু অভিমান,
তাই তুমি শুধু অভিমানী, নহে তুমি পাষাণ।
তুমি সুন্দর হৃদয়ের অধিকারী, তোমার হৃদয় অনেক মিষ্টি,
তুমি যে দিকে তাকাও সেদিকে উন্নতি, শুভ তোমার দৃষ্টি।
তোমার মিষ্টি হৃদয় আমায় ভালোবাসতে জানে,
আমার কঠিন হৃদয়ও তোমার ভালোবাসা মানে।
তুমি সুন্দর, মিষ্টি তোমার হাতের ছোঁয়া,
তোমাকে আরো সুন্দর লাগে, যখন থাকে না কপালে টিপ দেয়া।
তুমি অল্প বয়সে বিশাল হৃদয়ের অধিকারী,
তোমাকে অনেক মিষ্টি লাগে, যখন তুমি পড় শাড়ি।
তোমার সুন্দর হৃদয় মন জয় করেছে আমার,
সবাইকে হারিয়ে আমিও হয়েছি তোমার।
আমার বুক ভরা ভালোবাসা, শুধু তোমার জন্য,
তোমায় পেয়ে আমার শুন্য হৃদয় হয়েছে আজ ধন্য।
হে আমার প্রিয়তমা, তুমি নহে শুধু নারী, তুমি আমার প্রিয়তমাও বটে,
তোমার হৃদয়ে আর আমার হৃদয়ে অনেক কিছুই তো ঘটে।
হে আমার প্রিয়তমা তুমি আমার হৃদয়ে থাকবে জন্ম থেকে জন্মান্তরে,
তোমার জন্য ঘর করেছি আমার হৃদয়ের গহিন বনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ০৭/০৯/২০১৬
    অনেক সুন্দর হয়েছে।
  • কবিতা লিখতে গেলে শুধু আবেগ নিয়ে চললে হয়না। এটাতো কোনো ব্যক্তিগত সংলাপ নয় , পাঠকের সামনে মেলে ধরা সৃজনশীল প্রস্তুতি। কবিতার মাত্রা , ছন্দ ঠিক মতো রাখতে হবে। শুধু অন্ত্যমিল রাখলেই ছন্দ ঠিক থাকে না। ঠিক করে লিখুন।
 
Quantcast